স্বাধীন বাংলাদেশের প্রথম সশস্ত্রবাহিনীর সদর দপ্তর গঠন

সশস্ত্র পতাকা
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৮ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • একাত্তরের এপ্রিল মাসে মুজিবনগর সরকার গঠনের পর এর নেতৃত্বে সারা দেশকে ১১টি পৃথক সেক্টরে ভাগ করা হয়। এ পদক্ষেপের ফলে মুক্তিকামী নেতাদের পক্ষে পরিকল্পিত উপায়ে যুদ্ধ এগিয়ে নিতে সুবিধা হয়। প্রায় আট মাস এভাবেই চলে স্বাধীনতার লড়াই। যুদ্ধের প্রায় শেষ দিকে আমাদের জয় যখন প্রায় নিশ্চিত, তখন হানাদার বাহিনীকে পুরোপুরি পঙ্গু করে দিতে নভেম্বরের ২১ তারিখে কর্নেল ওসমানীর নেতৃত্বে স্থল, আকাশ ও নৌ পথে সম্মিলিত আক্রমণ করা হয়। এই দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পরিচিত।

  • ১৯৭২ সালের আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনীর সদর দপ্তর গঠন করা হয়।

  • আজ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের জন্মদিন। ১৯৩৮ সালের আজকের এই দিনে ঘানার কুমাসিতে জন্মগ্রহণ করেন তিনি। কফি আনান মানুষের জন্য কাজ করে গেছেন আজীবন।

  • ১৮৯৪ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন উনিশ শতকের বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

আরও পড়ুন