মহাশূন্যে মহাকাশচারীর শরীরে কী পরিবর্তন ঘটে

১ / ৬
প্রায় সব নভোচারী মহাকাশে যাওয়ার পরপরই ‘মহাকাশ অসুস্থতা’ (স্পেস সিকনেস) অনুভব করেন। মাথাব্যথা, বমি বমি ভাব ও বমি হওয়ার মতো লক্ষণগুলো মাত্র এক থেকে দুই দিন স্থায়ী হয়।
নাসা
২ / ৬
শরীরের তরল শরীরের ওপরের অংশে উঠে আসে। ফলে নভোচারীর ঠান্ডা লাগে, নাক বন্ধ হয় আর মুখ ফুলে যায়।
৩ / ৬
শরীরের নিচের অংশে তরল কমে যাওয়ায় পায়ের দিকে কিছু অসুবিধা অনুভব হয়, যাকে বলে ‘পাখির পা’। পাখির সঙ্গে অবশ্য এর সম্পর্ক নেই।
রেড্ডিট
৪ / ৬
হাড় থেকে ক্যালসিয়াম কমে পয়োবর্জ্যের সঙ্গে বের হয়ে যায়। হাড়ের ঘনত্ব কমে গেলে ফ্র্যাকচার হতে পারে। তবে ট্রেডমিলে ব্যায়াম করে নভোচারীরা এটি প্রতিরোধ করেন।
স্মিথসোনিয়ান
আরও পড়ুন
৫ / ৬
হৃৎপিণ্ড সংকুচিত হয়ে যায়। তাই হৃৎপিণ্ডকে মহাকাশে গিয়ে এত পরিশ্রম করতে হয় না।
গ্রাফিক্স: আমেরিকান কলেজ অব কারডিওলজি
৬ / ৬
ধূলিকণা মহাকাশযানে কোনো দেয়াল বা তলে স্থির হয় না। বাতাসে ভেসে বেড়ায়। মহাকাশচারীদের নাকে ধুলা ঢুকে যায়। ফলে মহাকাশচারীরা দিনে ১০০ বারের বেশি হাঁচি দিতে পারে!
ডিসকোভার ম্যাগাজিন
আরও পড়ুন