শহীদ রুমীর জন্মদিন

শহীদ রুমী
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৯ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি বইয়ের অন্যতম চরিত্র তাঁর জ্যেষ্ঠ পুত্র রুমী। পুরো নাম শফি ইমাম রুমী। ১৯৫২ সালের আজকের এই দিনে সিলেটে শরীফ ইমাম ও জাহানারা ইমামের পরিবারে জন্মগ্রহণ করেন রুমী। একাত্তরে যুদ্ধের শুরুর সময়টায় তরুণ রুমীর ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়ার সুযোগ হয়। তবে সেই সুযোগের সামনে দেশকে স্বাধীন করার চেতনা যেন তাঁকে বেশি নাড়া দেয়। পরিবার আর বাকি সব ছেড়ে তিনি যোগ দেন যুদ্ধে। নিজেকে গড়ে তোলেন গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে। তবে মুক্তিযুদ্ধের শুরুর দিকে তাঁর যুদ্ধে যোগদানে মা জাহানারা ইমামের মত ছিল না। পরে মাকে রাজি করিয়ে বেরিয়ে যান দেশের জন্য। বিচক্ষণতার জন্য সহকর্মী যোদ্ধাদের মধ্যে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠেন রুমী। এক মিশন শেষে ২৯ আগস্ট নিজ বাসায় অবস্থান করছিলেন রুমী ও তাঁর সহযোদ্ধারা। পাকিস্তানি কিছু সৈন্য এসে তাঁদের ধরে নিয়ে যায়। এর এক দিন পর থেকেই এই যোদ্ধাকে আর খুঁজে পাওয়া যায়নি। দেশ স্বাধীন হওয়ার পর তাঁর মা জাহানারা ইমামকে ‘শহীদ জননী’ উপাধি দেওয়া হয়।

এ ছাড়া ১৭৯৯ সালের ২৯ মার্চ দাসপ্রথা উচ্ছেদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইন পাস হয়। ১৮০৭ সালের একই দিনে জার্মান জ্যোতির্বিদ উইলহেম অলবার্স ভেস্টা গ্রহ আবিষ্কার করেন। অন্যদিকে ১৮৫৭ সালে ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পান্ডে গুলি ছোড়ার মাধ্যমে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটান।

২০০৫ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু। তাঁর ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় দুই গায়ক।

২০১৫ সালের আজকের এই দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১১তম ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতো বিশ্বসেরা খেতাব অর্জন করে।

আরও পড়ুন