ম্যাক্সিম গোর্কির জন্মদিন

ম্যাক্সিম গোর্কি (২৮ মার্চ ১৮৬৮—১৮ জুন ১৯৩৬)ছবি: সংগৃহীত
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৮ মার্চ ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

আসল নাম অ্যালেক্সি ম্যাক্সিসোভিচ পেশকভ হলেও যুগের পর যুগ তিনি ম্যাক্সিম গোর্কি ছদ্মনামেই পরিচিত। বিষাদ শব্দটি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল এই বিশ্বসেরা কথাশিল্পীর সঙ্গে। তাই হয়তো গোর্কি নামটি নিজের জন্য বেছে নিয়েছিলেন। গোর্কি অর্থ তিক্ত বা তেতো। তাঁর সাহিত্যের পুরোটা ছিল নিম্ন শ্রেণি–পেশার মানুষের গল্প। ১৮৬৮ সালের আজকের এই দিনে রাশিয়ার নিঝনি নভগোরোদে জন্ম নেন এই কালজয়ী লেখক। ম্যাক্সিম গোর্কির প্রথম বই ‘এসেস অ্যান্ড স্টোরিস’ প্রকাশিত হয় ১৮৯৮ সালে। তাঁর সব লেখায় প্রতিফলিত হয়েছে সাধারণ জীবনযাত্রার বাস্তবিক চিত্র। বিশ্ববিখ্যাত ‘মা’ উপন্যাসেও এই চিত্র ফুটে উঠেছে। ‘সোশ্যাল রিয়েলিজম’ নামের সাহিত্যের এক নতুন ধারা গোর্কির হাত ধরে শুরু হয়েছে। ১৯২১ সালে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন এই কালজয়ী কথাশিল্পী।

আরও পড়ুন

আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বেশ কিছু বিশিষ্টজন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন। এ ছাড়া ১৯৬৮ সালে ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার নাসের হুসেন এবং ১৯৭৯ সালে ভারতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না জন্মগ্রহণ করেন।

১৯৭২ সালের ২৮ মার্চ তাইওয়ান এবং ১৯৭৩ সালের একই দিনে লেবানন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

আরও পড়ুন