অ্যাপোলো ১৬ পৃথিবীতে ফিরে এল

অ্যাপোলো ১৬ মিশনের মহাকাশচারীস্পেসফ্যাক্ট
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৭২ সালের এই দিনে নাসার মহাকাশযান অ্যাপোলো ১৬ পৃথিবীতে ফিরে আসে। এটি ছিল নাসার অ্যাপোলো প্রোগ্রামের দশম যাত্রীবাহী স্পেস ফ্লাইট। চাঁদের মাটিতে অবতরণ করা ছয়টি অ্যাপোলো মিশনের মধ্যে পঞ্চম। মিশনটি যাত্রা করেছিল ১৬ এপ্রিল। অ্যাপোলো ১৬–এর কমান্ড ম্যাটিংলি ক্যাসপার চাঁদের কক্ষপথে ৩ দিন ৯ ঘণ্টা ২৮ মিনিট একা একা কাটিয়েছেন। এটি দীর্ঘতম একক মহাকাশ ফ্লাইট।

সিয়েরা লিওন বহু বছর ধরে ব্রিটিশ উপনিবেশ ছিল। ১৯৬১ সালের আজকের এই দিনে সিয়েরা লিওন স্বাধীনতা অর্জন করে। স্যার মিল্টন মারগাই সিয়েরা লিওনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

১৯৩৬ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ। তিনি ছিলেন একজন বাংলাদেশি সমাজকর্মী ও বিশ্বের বৃহত্তম বেসরকারী সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। একই বছর মারা যান ইংরেজ গণিতবিদ কার্ল পিয়ারসন। ১৯৬২ সালের আজকের এই দিনে মারা যান অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী।

আরও পড়ুন