অভিনেত্রী তিশার প্রিয় দুইটি বই

নুসরাত ইমরোজ তিশাছবি: ফেসবুক থেকে

ছোটবেলায় খুব বই পড়া হতো। এখন নানা ব্যস্ততার কারণে পড়া হয়ে ওঠে না খুব একটা। জীবনে প্রভাব ফেলেছে বা জীবনকে নতুন করে ভাবতে শিখিয়েছে, এমন বইয়ের সংখ্যা কম। আজকাল বই পড়ার থেকে স্ক্রিপ্ট বেশি পড়া হয়। সে যা-ই হোক, আমার খুব প্রিয় দুটি বই আছে। একটা হলো হুমায়ূন আহমেদের প্রিয়তমেষু, আরেকটি হলো আনিসুল হকের মা। অদ্ভুত বিষয় হলো দুটো বই-ই আমি একটানা পড়ে শেষ করেছিলাম। বইয়ের লেখনী, গল্প, আবেগ খুব ভালো না লাগলে একটা বই একবারে পড়ে শেষ করতে পারি না। এই দুটো বই আমি মন্ত্রমুগ্ধের মতো পড়েছিলাম। বইয়ের ঘটনাগুলো মন এতই ছুঁয়েছিল যে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এই যে আবার যখন সেই অনুভূতির কথা লিখছি, একই রকম মনে হচ্ছে।

আরও পড়ুন