কারণে–অকারণে মাকে ডাকি

এআই আর্ট

মা,

শব্দটা এত ছোট বলে সারাক্ষণ তোমায় ডাকি না। ডাকতে ভালো লাগে, তাই ডাকি, কারণে–অকারণে ডাকি। তুমি হয়তো আমার রোল মডেল নও, কিন্তু তোমার সারা দিনের অক্লান্ত কষ্টকে আমি যে সম্মান করি, এটা কি তুমি বুঝতে পারো? হঠাৎ যখন আমাদের মধ্যে কথা–কাটাকাটি হয়, তোমার সঙ্গে করা ব্যবহার আমার মনকে অনেকক্ষণ খোঁচায়, এটা কি বুঝতে পারো?

হয়তো তোমার কিছু বোকামির জন্য অনেক সময় রেগে যাই তোমার ওপর। কিন্তু এই রেগে যাওয়াতে তোমার জন্য ভালোবাসা থাকে, তুমি কি দেখতে পারো?

বড় মেয়ে হিসেবে তোমার দুটো রূপ দেখার ভাগ্য আমার হয়েছে, তোমার মধ্যে বান্ধবী ও মা দুজনকেই পেয়েছি। বান্ধবী হিসেবে তোমার সঙ্গে সারাক্ষণ গল্প করতে পারি, কিন্তু মা হিসেবে ‘ভালোবাসি’ বলতে পারি না কেন? হয়তো সবচেয়ে কাছের মানুষকেই এ কথা মুখে বলা হয় ওঠে না।

ভালো থেকো মা, আমাকে বকাবকি করার জন্য হলেও তোমার ভালো থাকা চাই।

ফারদিনা ফাতিহা

গাজীপুর

আরও পড়ুন