আইসক্রিম খাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা মহাকাশ

এমন একটি জায়গার কথা ভাবো, যেখানে আইসক্রিম কখনোই গলে পড়বে না। এ জন্য আইসক্রিমপ্রেমীদের পৃথিবী ছেড়ে যেতে হবে মহাকাশে। স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের কিউরেটর জেনিফার লেভাসিউর বলেন, ‘গরমের দিনে আইসক্রিম খাওয়ার সময় গলে হাত বেয়ে নিচে পড়ে। তবে মহাকাশে কিন্তু ব্যাপারটা তেমন হবে না।’ মহাকাশ স্টেশনের স্থিতিশীল তাপমাত্রা এবং মাইক্রোগ্রাভিটি বরফজাত খাবার খাওয়ার জন্য একটি উপযুক্ত স্থান। লেভাসিউর আরও বলেন, ‘আইসক্রিম নিজেই আসলে মহাকাশের জন্য বেশ আদর্শ। মহাকাশ স্টেশনের তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়, তাই গরমের দিনের তুলনায় মহাকাশে আইসক্রিম গলতে অনেক বেশি সময় লাগবে। আর যদি এটি গলেও যায়, তখন ভাসবে। তবে এটা হওয়ার সম্ভাবনা কম। পৃষ্ঠটান ও কম মাধ্যাকর্ষণের কারণে, পাত্র থেকে উড়ে যাবে না আইসক্রিম।

আরও পড়ুন