স্কুলের প্রথম দিন

আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি। স্কুলের জন্য বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম। সেই অপেক্ষা আজ শেষ হলো। ক্লাসে ঢুকলাম। বসলাম শেষ বেঞ্চে। টিফিন টাইম হলো। টিফিন বক্স বের করে দেখলাম, বক্সটা ফাঁকা।

লেখক: শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ, ঢাকা
আরও পড়ুন