চার্লস ডারউইনের মৃত্যু

শিল্পীর তুলিতে চার্লস ডারউইনছবি: এক্স থেকে নেওয়া
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৯ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • খ্যাতিমান জীববিজ্ঞানী চার্লস ডারউইন ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। বেশ ধনী ও প্রভাবশালী পরিবারে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ছিল গভীর ঝোঁক। ডারউইনের দাদা, বাবা সবাই ছিলেন চিকিৎসক। বাবার ইচ্ছা ছিল, ছেলেকেও একই পথ দেখবেন। স্কুল শেষে ডারউইনকে পাঠানো হয় মেডিকেল কলেজে। তবে শেষমেশ লাভ হলো না। পরে তিনি ভর্তি হন কেমব্রিজে। সেখানে গিয়ে তাঁর প্রকৃতির প্রতি টান আরও বেড়ে যায়। পড়াশোনা শেষে একবার তাঁর সুযোগ হয় সমুদ্রযাত্রার। সেই যাত্রায় কাটিয়ে দেন পাঁচ বছর। করেন দীর্ঘ গবেষণা। আর সেই গবেষণারই ফল ‘দ্য অরিজিন অব স্পিসিস’। চার্লস ডারউইন ১৮৮২ সালের আজকের এই দিনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন।

  • ১৯৫৪ সালে অনুষ্ঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন। এখানে ছিল প্রগতিশীল সাহিত্যিকদের আনাগোনা। ধারণা করা হয় যে সে বছর আজকের এই দিনে অনুষ্ঠিত হয়েছিল ওই সম্মেলন।

  • এ ছাড়া ১৯৭৫ সালের আজকের এই দিনে ভারতে তৈরি হওয়া প্রথম উপগ্রহ ‘আর্যভট্ট’ মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

  • ১৯৩৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা ক্রিকেট আম্পায়ার ডিকি বার্ড।

আরও পড়ুন