কিছু কবিতা মুখস্থ করো

প্রচ্ছদ: আরাফাত করিম

গরমকালটা কেমন লাগে? এখন বৈশাখ মাস। তারপর জ্যৈষ্ঠ আসছে। গরম, কালবৈশাখী, আম, কাঁঠাল, লিচু, জামের ঋতু। এই গ্রীষ্মকালে আমাদের দুই শ্রেষ্ঠ কবির জন্মদিন। ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের আর ১১ জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের। এই দুই বড় কবি যে ছোটদের জন্যও খুব ভালো ভালো লেখা লিখে গেছেন, তা তোমরা নিশ্চয়ই জানো। রবীন্দ্রনাথের লেখা আমার একটা প্রিয় ছড়া হলো:

‘ভোলানাথ লিখেছিল,

তিন-চারে নব্বই—

গণিতের মার্কায়

কাটা গেল সর্বই।

তিন চারে বারো হয়,

মাস্টার তারে কয়;

“লিখেছিনু ঢের বেশি”

এই তার গর্বই।’

আর কবি কাজী নজরুল ইসলামের এই ছড়াটাও আমার ভীষণ প্রিয়—

‘আমি যদি বাবা হতুম, বাবা হ’ত খোকা,

না হলে তার নামতা পড়া, মারতাম মাথায় টোকা।

রোজ যদি হ’ত রবিবার!

কী মজাটাই হ’ত গো আমার!

কেবল ছুটি! থাকত নাক’ নামতা লেখাজোখা!

থাকত নাক’ যুক্ত অক্ষর, অঙ্কে ধরত পোকা।’

আমার পরামর্শ হলো, বেশি করে কবিতা পড়ো। আর কিছু কবিতা মুখস্থ করে ফেলো।

আরও পড়ুন