জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
২০২২ সালে বিবিসির শতবর্ষ পূরণ হলো। ১৯২২ সালের ১৮ অক্টোবর যুক্তরাজ্যের সেই সময়ের তথ্যমন্ত্রী জন রেথের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল বিবিসির। ‘ইনফর্ম, এডুকেট অ্যান্ড এন্টারটেইন’—এই মন্ত্রকে সামনে রেখে প্রথমে রেডিও সার্ভিস এবং পরে বিশ্বব্যাপী টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। বিবিসির প্রথম রেডিও সার্ভিসের শুরু হয় সেই বছরের ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায়। সেই সময় এই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন মাত্র চারজন।
তবে টিভি সম্প্রচারটা শুরু হয় আরও বেশ কয়েক বছর পর, ১৯২৯ সালের আজকের এই দিনে। যদিও সেটি ছিল পরীক্ষামূলক। তবে খুব অল্প সময়ের মধ্যে তা নিয়মিত সম্প্রচারে পরিণত হয়। বর্তমানে বিবিসির অনুষ্ঠান যুক্তরাজ্যের মোট ১০ টিভি চ্যানেলসহ সারা বিশ্বের মানুষের জন্য বিবিসি ওয়ার্ল্ড নামে সম্প্রচারিত হচ্ছে। সেই সঙ্গে সব মিলিয়ে বিশ্বব্যপী প্রায় ৫৯টি রেডিও স্টেশনে বিবিসি শুনতে পাওয়া যায়।
বাংলাদেশের মানুষের কাছে এখন ‘সুলতান-সুলেমান’ বেশ পরিচিত নাম। ইতিহাস থেকে কাহিনি নিয়ে নির্মিত ধারাবাহিকের কারণেই এই পরিচিতি। তবে সত্যিকারের ইতিহাসে ১৫২০ সালের আজকের এই দিনে সিংহাসনে বসেন অটোমান সাম্রাজ্যের অন্যতম খ্যাতিমান শাসক সুলতান প্রথম সুলেমান। অটোমান সাম্রাজ্যের সমৃদ্ধ শিল্প, স্থাপত্য, আইন ইত্যাদি ক্ষেত্রে সুলতান সুলেমান নিজেই বড় ধরনের ভূমিকা রেখেছিলেন।