আমার অর্জনে সবচেয়ে বেশি খুশি হয় মা

এআই আর্ট

৯ মে ২০১৩। সময় বেলা তিনটা বা চারটা। সবেমাত্র আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছে। বাড়িতে ফিরে প্রথমেই মায়ের সঙ্গে দেখা। মাকে আমার পাস করার খবরটা জানালাম। এর পরের মুহূর্তটা আমি ভুলতে পারব না। তাকিয়ে দেখি, ঝরঝর করে মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। একটা মানুষ কতটা সুখী হলে এভাবে কাঁদতে পারে! মনে হলো আমি বুঝি বিশ্বজয় করে তার সামনে গিয়ে দাঁড়িয়েছি।

মায়ের বড় সন্তান আমি। মা প্রাতিষ্ঠানিক শিক্ষায় অতটা শিক্ষিত নয়। এ জন্যই হয়তো ছেলের এসএসসি পাসের খবর তার কাছে অনেক বড় কিছু ছিল। এই পৃথিবীতে আমার অর্জনে সবচেয়ে বেশি খুশি হয় আমার মা। ঠিক তেমনি আমার কষ্টে সবচেয়ে বেশি ব্যথিত হয় মা। মাকে নিয়ে যত বিশেষণই দিই না কেন, কিছুই পরিপূর্ণ হবে না। মা জীবনের এমন একটি অংশ, যার ছায়া পাশে থাকলে সেই ব্যক্তি কখনো হারে না।

এই মা দিবসে মা তোমাকে বলতে চাই, তুমি চিরকাল যেন আমার মাথার তাজ হয়ে আমার পাশে থাকতে পারো, সে জন্য আল্লাহর নিকট তোমার জন্য সর্বদা প্রার্থনা করি। তুমি এভাবেই আমার জীবনকে আলোকিত করে রাখো সর্বদা—এই প্রত্যাশা রাখি। তোমাকে অনেক ভালোবাসি মা।

আরও পড়ুন