লোকটা আমাকে কেন খুঁজছিল

অলংকরণ: সব্যসাচী চাকমা

আমি একবার আমার এক বোনের বিয়েতে গিয়েছিলাম। ওখানে আমার সমবয়সী সব ভাইবোনেরা নাচানাচি করছিল। তারপর ওরা আমাকে জোর করে ওদের নাচে যোগ দেওয়াল। নাচতে নাচতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। খিদেও পেয়েছিল খুব। যখনই খাবার টেবিলে বসতে যাব, তখনই এক বড় ভাই আমাকে বাইরে নিয়ে গেল একটা পার্টি স্প্রে কেনার জন্য। আমিও গেলাম তার সঙ্গে। তারপর আমাকে বলল, ‘তুই স্প্রেটা তোর কাছে রাখ। কাউকে দিবি না।’ তারপর সে আমার মাকে বাসায় পৌঁছে দিতে গেল।

আমার বোনের বিয়ে হচ্ছিল তিন তলায়। আমি ওখানে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে একজন আমাকে বলল, ‘এই তো, তোমাকেই খুঁজছিলাম। এসো, তাড়াতাড়ি বসে খাবারটা খেয়ে নাও।’

ব্যাপারটা আমার একটু অদ্ভুত লাগল। তারপর আমি বসে খেতে শুরু করলাম। চারপাশে আমার পরিচিত কাউকে দেখতে পাচ্ছিলাম না। খাওয়া শেষ করে উঠে দেখি, যার বিয়ে, সে আমার বোন নয়। তারপর বুঝলাম, আমি ভুল করে দ্বিতীয় তলায় চলে এসেছি। তাড়াতাড়ি তিনতলায় গিয়ে আমার ভাইবোনদের সব ঘটনা বললাম। শুনে অনেক হাসাহাসি করল ওরা।

কিন্তু ওই দ্বিতীয় তলার বিয়েবাড়িতে লোকটা আমাকে কেন খুঁজছিল?

লেখক: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, ময়মনসিংহ

আরও পড়ুন