কথা বলো...

কিশোর আলো আগস্ট ২০২৫ সংখ্যার প্রচ্ছদপ্রচ্ছদ: আরাফাত করিম

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় যে বিপর্যয় ঘটে গেছে, তা আমাদের সবাইকে বিমর্ষ করে রেখেছে। এই আঘাতে আমরা এখনো শোকাহত হয়ে আছি।

পরিবারগুলোর দুঃখ-বেদনার কথা আমরা কল্পনাও করতে পারছি না। আহত ব্যক্তিদেরও কত কষ্ট হচ্ছে। স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক—সবাই এখনো ট্রমার মধ্যে আছেন।

আমরা সবার মঙ্গলের জন্য দোয়া করি, প্রার্থনা করি। সবার সুস্থতা প্রার্থনা করি।

যাদের মনে কষ্ট হচ্ছে, তাদের জন্য পরামর্শ হলো, বড়দের সঙ্গে কথা বলো। কথা বললে মনের ভার কমে যায়। আকাশে মেঘ জমলে বৃষ্টি হলেই কেবল আকাশ পরিষ্কার হয়।

স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মী ও অভিভাবকেরা মনোচিকিসকের পরামর্শ নিতে পারেন।

আমরা কিশোর আলোয় ডা. মোহিত কামালের পরামর্শ অনলাইনে প্রকাশ করেছিলাম। পড়ে নিতে পারো।

রবীন্দ্রনাথের একটা গান আছে, বর্ষার দিনে সবাই শুনি। এমন দিনে তারে বলা যায়। সেই গানে আছে:

নামাতে পারি যদি মনোভার?

শ্রাবণবরিষনে একদা গৃহকোণে

দু কথা বলি যদি কাছে তার

তাহাতে আসে যাবে কিবা কার!

খেয়াল করে দেখিনি, আজ দেখছি, যদি তুমি তোমার বাবা-মা, বন্ধু কিংবা মনোচিকিৎসকের কাছে বসে দুটো কথা বলো, তোমার মনের ভার নেমে যেতে পারে।

আরও পড়ুন