অয়ন-জিমি সিরিজের নতুন বই এখন বাজারে

বিপজ্জনক রহস্যের জট খুলতে নেমেছে অয়ন ও জিমিছবি: কিশোর আলো

রহস্য আর রোমাঞ্চ নিয়ে আবারও হাজির হয়েছে কিশোরদের প্রিয় গোয়েন্দা জুটি অয়ন-জিমি। প্রকাশিত হয়েছে ইসমাইল আরমানের লেখা এই সিরিজের নতুন বই ‘দারুণ অয়ন দারুণ জিমি’। বইটিতে আছে চারটি গোয়েন্দা গল্প।

নতুন এই বইয়ের ফ্ল্যাপ থেকে জানা গেছে, রাতের আঁধারে রহস্যময় এক গোলকধাঁধায় ঘটছে ভয়াবহ কাণ্ড। বিলুপ্ত হয়ে যাওয়া এক পাখিকে খুঁজে পাওয়ার লোভে মরিয়া হয়ে উঠেছে কিছু দুর্বৃত্ত। জঙ্গলের গভীরে বন্ধ এক কেবিন থেকে এক জনপ্রিয় লেখক হঠাৎ গায়েব! আর সদ্য প্রয়াত এক ভদ্রলোক রেখে গেছেন মেয়ের জন্য ধাঁধায় ভরা একটি সূর্যঘড়ি। চার রকম চারটি অদ্ভুত ও বিপজ্জনক রহস্যের জট খুলতে নেমেছে অয়ন ও জিমি।

‘গোলকধাঁধায় গন্ডগোল’, ‘অচিন পাখি’, ‘বন্ধ কেবিন রহস্য’ এবং ‘সূর্যঘড়ির সূত্র’—এই চারটি গল্পে লেখক পাঠকদের নিয়ে গেছেন রহস্য ও রোমাঞ্চকর ভ্রমণে।

ইসমাইল আরমান কিশোরদের জন্য নিয়মিত রহস্য কাহিনি লেখেন। কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াশোনার সময়ই প্রকাশিত হয়েছিল তাঁর লেখা অয়ন-জিমি সিরিজের উপন্যাস। সেবা প্রকাশনী থেকে বইটি যখন প্রকাশিত হয়, তখন তিনি দশম শ্রেণির ছাত্র। এরপর থেকে চলছে লেখালেখি। ছোটদের জন্য লিখেছেন অয়ন-জিমি সিরিজ, অনুবাদ করেছেন অনেক ধরনের বই। সহলেখক হিসেবে লিখেছেন জনপ্রিয় সিরিজ মাসুদ রানার বহু কাহিনি। দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর শতাধিক লেখা। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০-এর বেশি।

সরকারি চাকরির পাশাপাশি লেখালেখি করছেন ইসমাইল আরমান। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেল নতুন বই ‘দারুণ অয়ন দারুণ জিমি’। রহস্যপ্রিয় কিশোর পাঠকের জন্য বইটি দারুণ হবে। 

বইটি পাওয়া যাচ্ছে প্রথম প্রকাশনীর বিক্রয়কেন্দ্রে। প্রথমা থেকে অনলাইনেও বইটি অর্ডার করা যাবে। এ ছাড়া দেশের বিভিন্ন বইয়ের দোকানে ও অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাবে। 

আরও পড়ুন