দ্বাদশ জাতীয় আর্থ অলিম্পিয়াড অনুষ্ঠিত
বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের উদ্যোগে অনলাইনে আয়োজিত হয়েছে দ্বাদশ জাতীয় আর্থ অলিম্পিয়াড। দেশব্যাপী অনুষ্ঠিত এই অলিম্পিয়াডের এবারের থিম ছিল ‘সমৃদ্ধ বাংলাদেশের পুনর্জন্ম: গণ–অভ্যুত্থান থেকে পুনর্গঠন’।
প্রাণ-প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশবিজ্ঞানকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ভবিষ্যৎ প্রজন্মের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও অন্য পেশাজীবীদের পরিবেশ বিষয়ে শেখানো, অনুপ্রাণিত করা এবং তাদের মধ্যে সমন্বয় করতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের বিকাশ এবং ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্ব গঠনের লক্ষ্যে অলিম্পিয়াডের মাধ্যমে প্রচারণা চালানো হয়।
দ্বাদশ জাতীয় আর্থ অলিম্পিয়াডে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ১ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করে। গত ২৬ মে থেকে ১৬ জুন পর্যন্ত অনলাইনে নিবন্ধন ও প্রাথমিক পর্ব চলে। সেখান থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেয় বিভাগীয় পর্বে। বিভাগীয় পর্বের সেরা প্রতিযোগীদের নিয়ে ঢাকা, চট্টগ্রামসহ মোট ছয়টি বিভাগে অনুষ্ঠিত হয় ‘গ্রিন ডে ট্রেনিং’ শীর্ষক পরিবেশবিষয়ক কর্মশালা। এই কর্মশালায় প্রতিযোগীরা পরিবেশবিষয়ক নানা সমস্যা ও করণীয় সম্পর্কে পরিচিত হয়। পরবর্তী সময়ে বিভাগীয় পর্বের উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে গত ২৬ জুন অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। জাতীয় পর্বের সেরা ৪ জনকে নিয়ে একটি প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে। তারা চীনে অনুষ্ঠেয় ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
এবারের ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার কিশোর আলো। প্রশিক্ষণ সহযোগী প্রাইম ব্যাংক। কৌশলগত ও গবেষণা সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ।