মঙ্গল গ্রহে তিনটি হ্রদের সন্ধান

মঙ্গল গ্রহনাসা
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৯ সেপ্টেম্বর, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

লাল গ্রহ মঙ্গলে প্রাণের অস্তিত্বের সন্ধান চলছে বেশ কিছুকাল ধরে। এ অনুসন্ধান প্রক্রিয়ায় একটি মাইলফলক অর্জিত হয় ২০২০ সালের আজকের এই দিনে। বিজ্ঞানীরা মঙ্গলের ভূ–অভ্যন্তরে তিনটি হ্রদের সন্ধান পান। তাঁরা এর আগেই সেখানে তরল পানির সন্ধান পেয়েছিলেন, তবে সেই পানির আধার যে একেকটা হ্রদের সমান, সেই খোঁজ মিলেছিল আজকের এই দিনে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস নভোযান থেকে রাডারের মাধ্যমে এই তিন হ্রদের সন্ধান পাওয়া গিয়েছিল বলে জানিয়েছিলেন গবেষকেরা। তাঁরা আরও বলেন, সবচেয়ে বড় হ্রদটি ১৯ মাইল বিস্তৃত হতে পারে। সেই সঙ্গে এসব হ্রদের পানি লবণাক্ত বলে তাঁদের ধারণা।

এখন দেশে দেশে যে পুলিশ বাহিনী দেখা যায়, এর শুরু হয়েছিল আজকের এই দিনে, লন্ডনে। ১৮২৯ সালের আজকের এই দিনে লন্ডনের রাস্তায় টহলে নামে প্রথম পুলিশ বাহিনী। সেই বাহিনীর নাম দেওয়া হয় মেট্রোপলিটন পুলিশ ফোর্স। ব্রিটিশ রাজনীতিবিদ রবার্ট পেলের উদ্যোগে যাত্রা শুরু হয়েছিল এই পুলিশ বাহিনীর।

আরও পড়ুন