বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা
বর্ষার দিন মানেই আমাদের স্কুলে উৎসবের আমেজ। আমি তখন পড়ি ক্লাস ফাইভে। বর্ষার দিনগুলোতে আমাদের স্কুলের মাঠ জলে ভাসত, আর আমরা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা কদমগাছটার দিকে তাকিয়ে থাকতাম। কী অপরূপ সৌন্দর্যে সাজত বৃষ্টিতে ভেজা কদম ফুলগুলো। দেখলেই চোখ-মন জুড়িয়ে যেত। একদিন বন্ধুরা মিলে ঠিক করলাম, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলব। শুনে উৎসাহে হইচই শুরু করল সবাই। তাই আমরা আগে থেকেই সবকিছু জোগাড় করে রাখলাম। সেদিন বৃহস্পতিবার ছিল। আমরা দেখলাম, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। খুশি হলো সবাই।
কিছুক্ষণ পরই বৃষ্টি হবে। বৃষ্টি হলেই ফুটবল খেলা যাবে সবাই মিলে। ঠিক লাস্ট ক্লাসে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। ম্যাডাম বোর্ডে অঙ্ক করতে দিয়েছেন। তাড়াতাড়ি অঙ্ক করে একদম দলছুট হয়ে ফুটবল নিয়ে চলে গেলাম মাঠে। তারপর বৃষ্টিতে ভিজে বন্ধুরা মিলে মনের আনন্দে ফুটবল খেললাম। কাদা-জল আর বৃষ্টিতে ভিজে সবাই একাকার।
আরেক দিন বৃষ্টির কারণে স্কুল ছুটি হয়ে গেল। আমরা রাস্তায় কাগজের নৌকা ভাসালাম। বৃষ্টির সময় স্কুলে ছাতা নিয়ে না গেলে কচুপাতা মাথায় দিয়ে বাড়িতে ফিরতাম। বাড়ি ফিরে মায়ের বকুনি খেলেও সেই হাসি আর দৌড়ঝাঁপের স্মৃতি এখনো মনে জ্বলজ্বলে।