চাঁদের প্রথম আলোকচিত্র

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

পলাশীর যুদ্ধের কথা আমরা কম-বেশি অনেকেই জানি। ১৭৫৭ সালের এই দিনেই রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার কাছ থেকে কলকাতা দখল করে নেন। এরপরের শতাব্দী অর্থাৎ ১৮৩৯ সালের এই দিনে ফরাসি শিল্পী ও পদার্থবিদ লুই দাগের প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন।

এর কয়েক বছর পরেই ১৮৪৩ সালের এই দিনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজকের দিনে আমাদের সবার পরিচিত চিঠি আদান-প্রদানের মাধ্যম ডাকব্যবস্থার সূচনা হয় এবং এই দিনেই প্রথম ডাকবাক্স স্থাপন করা হয়। এর শ খানেক বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪১ সালের এই দিনে ব্রিটেনে জার্মান বাহিনী বিমান হামলা করে এবং ১৯৪৫ সালের এই দিনে জার্মানির নুরেম বার্গে মিত্রবাহিনী বোমা হামলা করে।

আরও পড়ুন

ঠিক এরপরের বছর ১৯৪৬ সালের এই দিনে ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ, বালদেভ সিং ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়। অপরদিকে ১৯১৭ সালের ২ জানুয়ারি বাংলাদেশের প্রখ্যাত কবি ও শিশুসাহিত্যিক আহসান হাবীব জন্মগ্রহণ করেন।