বর্ণ পরিচয়ের প্রথম প্রকাশ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরছবি: সংগৃহীত
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৩ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

ছোটবেলায় মায়ের কাছে পড়াশোনার হাতেখড়ির স্মৃতি কি তোমাদের মনে আছে? অন্য কিছু মনে থাকুক বা না থাকুক, ‘বর্ণ পরিচয়’ বইয়ের কথা নিশ্চয়ই মনে আছে। প্রথমবার স্কুলে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে বেশ কাজে লাগানো হতো এই অ আ ই ঈ–এর বর্ণ পরিচয়ের বইকে। তবে এই বই এল কোথা থেকে, তা কি তোমরা জানো? ১৮৫৫ সালের আজকের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম প্রকাশ করেন ‘বর্ণ পরিচয়’। বাংলার শিক্ষাঙ্গনে এটি ছিল এক যুগান্তকারী অধ্যায়। দুই ভাগে ভাগ করা হয়েছিল এই বইকে। প্রথমে কারও খুব একটা চোখে পড়েনি এই বই, তবে পরে সময়ের সঙ্গে সঙ্গে এর চাহিদা বাড়তে থাকে। এই বই রচনার ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বর্ণমালার মূল রূপকারও বলা হয়ে থাকে।

এ ছাড়া ১৯৮৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করে জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা।

আরও পড়ুন