মায়ের জন্য প্রার্থনা করতে ঋতুপর্ণার অনুরোধ কেন

মায়ের সঙ্গে ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা ৯ জুলাই ২০২৫ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন,

‘প্রিয় সবাই,

আমার পরিবারের পক্ষ থেকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং আপনাদের সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাদের উদ্বেগ আমাদের জন্য বড় আশীর্বাদ। এই মুহূর্তে অর্থ সহায়তার চেয়েও আমরা মায়ের জন্য আশীর্বাদ চাই। দয়া করে মায়ের জন্য প্রার্থনা করবেন এবং তাঁকে আপনাদের আশীর্বাদে রাখবেন।’

ঋতুপর্ণা চাকমা ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন। মায়ের অসুস্থতা, ভাইয়ের অকাল মৃত্যু তাঁর জীবনকে জটিল করেছে। তবু ঋতুপর্ণা থামেননি। তাঁর পায়ের জোড়া গোলে বাংলাদেশ এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। কিশোর আলোতে লেখা হয়েছে, ঋতুপর্ণার গোল মানেই বাংলাদেশের জয়

ঋতুপর্ণা চাকমার মা বসুবতি চাকমা

প্রথম আলোর স্থানীয় প্রতিনিধির পাঠানো সংবাদ থেকে জানা গেছে, ঋতুপর্ণা চাকমার মা বসুবতি চাকমা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। গত প্রায় দেড় বছর ধরে তিনি অসুস্থ। প্রথমে সাধারণ বুকের ব্যথা মনে হয়েছিল। গত মে মাসে চট্টগ্রামের এক বেসরকারি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর ক্যান্সার ধরা পড়ে। এরপর কেমোথেরাপি শুরু হয়। এ পর্যন্ত তিনবার কেমোথেরাপি দেওয়া হয়েছে। আগামী ২৪শে জুলাই আবার কেমোথেরাপি দেওয়ার কথা রয়েছে। প্রতিটি কেমোথেরাপিতে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়। এটি পরিবারের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার আর্থিক সংস্থান না থাকায় পরিবার এখনো কোনো পরিকল্পনা করতে পারেনি।

পরিবারের সদস্যরা, বিশেষ করে ঋতুপর্ণার বড় বোন পুতুলি চাকমা এবং দুলাভাই সজীব চাকমা, মায়ের ক্যান্সারের খবরটি গোপন রাখার চেষ্টা করছিলেন। ২০১৫ সালে ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা মারা যান। ২০২২ সালে একমাত্র ভাই পার্বন চাকমা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্বামী ও একমাত্র ছেলের মৃত্যুর শোকে মা ভেঙে পড়েছিলেন। তাই ক্যান্সারের খবর তাঁকে আরও ভেঙে দিতে পারে ভেবে খবরটি তাঁর থেকে গোপন রাখা হয়েছে। মা বসুবতি চাকমাকে বলা হয়েছে, এটি সামান্য বুকের ব্যথা, শিগগিরই সেরে যাবে।

আরও পড়ুন
গোলের পর আনন্দে কেঁদেই ফেললেন ঋতুপর্ণা চাকমা। উচ্ছ্বসিত মারিয়া মান্দা
বাফুফে

এই কঠিন সময়ে অনেকেই ঋতুপর্ণার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন। সম্প্রতি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে যান। তিনি ঋতুপর্ণার মা বসুবতি চাকমার খোঁজ-খবর নিয়েছেন।

মায়ের অসুস্থতার খবর ঋতুপর্ণাকে দমাতে পারেনি। দেশের জন্য খেলার মাঠে তিনি নিজের সেরাটা দিয়েছেন। সম্প্রতি মিয়ানমারের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বে তাঁর জোড়া গোল বাংলাদেশের ফুটবলকে দিয়েছে নতুন উদ্যম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মায়ের অসুস্থতা নিয়ে গণমাধ্যমে প্রচার শুরু হওয়ার পর ঋতুপর্ণার পরিবার অস্বস্তির কথা জানিয়েছেন।

কেউ কেউ আগ বাড়িয়ে বলছেন, অর্থের অভাবে ঋতুপর্ণার মায়ের চিকিৎসা হচ্ছে না। সে প্রেক্ষাপটে ঋতুপর্ণা ফেসবুক পোস্টে বলেন, ফান্ড নয়, আশীর্বাদ চাই।

আরও পড়ুন