বিশ্বকাপের যেসব রেকর্ড ভাঙতে পারে ৯ম আসরে

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর বসেছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের এমন কিছু রেকর্ড আছে, যা এবারের বিশ্বকাপের ৫৫টি ম্যাচের মধ্যে ভেঙে যেতে পারে। কী সেই রেকর্ড, সেটাই জানব এ লেখায়।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজেআইসিসি

সর্বাধিক চার

এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪ মারার রেকর্ড শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের। তিনি মোট ১১১টি চার মেরেছেন। দ্বিতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি। তাঁর মোট চার ১০৩টি। এই আসরে আর মাত্র ৮টি চার মারলেই তিনি হবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ৪-এর মালিক। ভারতের আরেক ওপেনার রোহিত শর্মা ৯১ চার মেরে আছেন চতুর্থ স্থানে। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের মোট চার ৮৬টি। তাঁরাও চাইবেন মাহেলাকে টপকে রেকর্ড নিজেদের করতে।

শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে
ফাইল ছবি: এএফপি

দ্রুততম শতক

টি–২০ বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি হয়েছে ৫০ ও ৪৭ বলে। দুটিই করেছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ওপেনার ক্রিস গেইল। এই রেকর্ড এবার ভেঙে ফেলতে পারেন অন্য কোনো ক্রিকেটার। কিছুদিন আগে নামিবিয়ার জ্যান নিকোল লফটি-ইটন মাত্র ৩৩ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। অবশ্য তিনি এবার নামিবিয়ার বিশ্বকাপ দলে জায়গা পাননি। তবে এখন ২০ ওভারের প্রিমিয়ার লিগে এমন দ্রুততম শতক প্রায়ই দেখা যায়। সে হিসেবে গেইলের রেকর্ড এই বিশ্বকাপে হাতছাড়া হয়ে যেতে পারে।

ক্রিস গেইল
ছবি: টুইটার

সবচেয়ে বেশি ক্যাচ

এখন পর্যন্ত ২৩টি ক্যাচ নিয়ে সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তবে ২১ ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। মাত্র ৩টি ক্যাচ নিতে পারলেই ভিলিয়ার্সকে টপকে যাবেন ওয়ার্নার। স্টার্ক, কামিন্সরা সে সুযোগ করে দিতে পারেন তাঁকে। রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল ১৬টি করে ক্যাচ নিয়ে যৌথভাবে রয়েছেন ৪র্থ স্থানে। ১৯ ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডের সাবেক ওপেনার মার্টিন গাপটিল ছিলেন ৩য় স্থানে। এ ছাড়া ১৫টি করে ক্যাচ আছে আরেক কিউই ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর।

এবি ডি ভিলিয়ার্স
ছবি: টুইটার
আরও পড়ুন

ক্রিকেটের ট্রেবল জয়!

ট্রেবল শব্দটা ফুটবলে ব্যবহার করা হয়। একটি দল একই মৌসুমে তিনটা শিরোপা জিতলে তখন ট্রেবল জয় বলা হয়। ক্রিকেট–বিশ্বও ট্রেবল জয় দেখতে পারে, যদি অস্ট্রেলিয়া এবার এই শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারে। কারণ, প্যাট কামিন্সের নেতৃত্বে অজিরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইতিমধ্যে। এখন শুধু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাকি। সেটা কি মিচেল মার্শের অস্ট্রেলিয়া পারবে? এ প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে ২৯ জুন পর্যন্ত। আরও জানিয়ে রাখি, আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ, আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ও আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল
এএফপি

এক বিশ্বকাপে সর্বাধিক রান

এ বছর মোট ২০ দল নিয়ে আয়োজিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আগে সর্বোচ্চ ১৬ দল নিয়ে হয়েছে এই আয়োজন। যেহেতু দল বেড়েছে, তাই প্রতিটি দলের খেলার সংখ্যাও বেড়েছে। এবার তাই সব খেলোয়াড়ের ব্যক্তিগত রানও বেশি হবে। সে ক্ষেত্রে এক আসরে সর্বোচ্চ ৩১৯ রানের রেকর্ড ভেঙে ফেলতে পারেন কোনো ব্যাটসম্যান। ২০১৪ সালে ৬ ম্যাচে সর্বোচ্চ ৩১৯ রান করেছিলেন বিরাট কোহলি। ২০০৯ বিশ্বকাপে ৭ ম্যাচে ৩১৭ রান করা দিলশান আছেন দ্বিতীয় স্থানে। ৩০৩ করে বাবর আজমের স্থান তৃতীয়। পঞ্চম স্থানেও বিরাট কোহলি। ৬ষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। যদিও তিনি এ বছর বিশ্বকাপে খেলছেন না। এরপর পর্যায়ক্রমে রয়েছেন ওয়ার্নার, রিজওয়ান, কোহলি, বাটলাররা। এমনও হতে পারে, কোহলি নিজেই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন! অবাক হওয়ার কিছু নেই।

সূত্র: আইসিসি

আরও পড়ুন