বিদায়বেলায় যা বললেন কোহলি

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলিছবি: আইসিসি

রোহিত শর্মার পর বিরাট কোহলিও সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন। প্রায় ১৪ বছরের টেস্টের যাত্রা শেষে অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

কোহলি লিখেছেন, ‘১৪ বছর আগে প্রথমবার টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ব্যাগি ব্লু ক্যাপটা পরেছিলাম। সত্যি বলতে, তখন ভাবতেও পারিনি এই সফর আমাকে কোথায় নিয়ে যাবে। এই ফরম্যাট বারবার আমার পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে। টেস্ট ক্রিকেট আমাকে এমন কিছু শিখিয়েছে, যা আমি সারা জীবন মনে রাখব।’

‘সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত ব্যাপার আছে। দিনের পর দিন পরিশ্রম, নিঃশব্দ লড়াই, কিছু ছোট ছোট মুহূর্ত, যা কেউ দেখে না, কিন্তু মনে গেঁথে যায় চিরকাল।’

‘আমি এই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছি, এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কিন্তু এটাই ঠিক মনে হচ্ছে। আমার ভেতরে যা কিছু ছিল, তা আমি দিয়েছি। এর বিনিময়ে প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি আমি।’

টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির অধ্যায় ছিল সোনালি
ছবি: আইসিসি

‘আমি কৃতজ্ঞতাভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি—এই খেলা, মাঠে আমার সঙ্গীরা আর যাঁরা আমাকে এই পথচলায় সম্মান ও ভালোবাসা দিয়েছেন, তাঁদের সবার কাছ থেকে।’

‘আমি সব সময় আমার টেস্ট ক্যারিয়ারের দিকে হাসিমুখেই ফিরে তাকাব।’

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় বিরাট কোহলির। তারপর সেই একই বছর অস্ট্রেলিয়া সফরে ধীরে ধীরে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন। সেই সফরের শেষ টেস্টেই অ্যাডিলেডে প্রথম সেঞ্চুরি, ১১৬ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন।

তারপর নেতৃত্বের দায়িত্ব। টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির অধ্যায় ছিল সোনালি। ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে ৪০টি জয় এনে দিয়েছেন তিনি। টেস্ট ইতিহাসে ভারতের সবচেয়ে সফল অধিনায়কও কোহলি। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ টেস্ট–জয়ী অধিনায়ক তিনি। তাঁর চেয়ে এগিয়ে আছেন শুধু দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (৫৩), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪৮) ও স্টিভ ওয়াহ (৪১)।

ব্যাট হাতে কোহলির সাফল্যও অনন্য। টেস্টে তাঁর সেঞ্চুরি ৩০টি। ভারতে তাঁর চেয়ে বেশি শতক আছে শচীন টেন্ডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাভাস্কারের (৩৪)। তবে ডাবল সেঞ্চুরির দিক দিয়ে তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি সাতটি ডাবল সেঞ্চুরি বিরাট কোহলির।

অধিনায়ক হিসেবে তাঁর টেস্ট সেঞ্চুরির সংখ্যাও চোখধাঁধানো। ২০টি সেঞ্চুরি করেছেন তিনি এই ফরম্যাটে।

১২৩টি টেস্ট ম্যাচ খেলে ৯ হাজার ২৩০ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি ৩১টি।

সাদা পোশাকের ক্রিকেটকে বিরাট কোহলি যে অন্যভাবে দেখতেন, সেটা শুধু তাঁর কথাতেই নয়; বরং খেলার ধরনেও বারবার ফুটে উঠেছে। লড়াকু মনোভাব, আগ্রাসী নেতৃত্ব, আর অনন্য ব্যাটিংয়ের সেই অধ্যায় আজ শেষ হলো। তবে তাঁর এই ক্যারিয়ার হয়তো বছরের পর বছর ক্রিকেটপ্রেমীরা মনে রাখবেন।

কয়েক দিন আগেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মাও। ৭ মে তিনি নিজের ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এরপর মোট ৬৭ টেস্টে ৪০.৬ গড়ে ৪ হাজার ৩০১ রান করেছেন। এর মধ্যে আছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি।

সাদা পোশাকের ক্রিকেট থেকে এই দুই কিংবদন্তি বিদায় নিলেও রঙিন পোশাকে তাঁদের দেখা যাবে। ভারতের হয়ে দুজনই খেলবেন শুধু এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট।

সূত্র: আইসিসি

আরও পড়ুন