এক ম্যাচে ৪০০ রান করেছেন যেসব ক্রিকেটার
ক্রিকেট জগতে এমন কিছু রেকর্ড আছে যা শুধু সংখ্যার খেলা নয়, মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর মানসিক দৃঢ়তার প্রমাণ। এক টেস্টে ৪০০’র বেশি রান করা তেমনই এক অসাধারণ কীর্তি। শুধু ব্যাটিংয়ের দক্ষতা থাকলে এই মাইলফলক অর্জন করা যায় না, সঙ্গে লাগে অভাবনীয় মানসিক শক্তি, ধৈর্য আর ক্রিকেটের প্রতি ভালোবাসা। ক্রিকেট ইতিহাসে খুব কম ব্যাটসম্যানই এই অবিশ্বাস্য মাইলফলক ছুঁতে পেরেছেন। এমন সৌভাগ্যবান ক্রিকেটার মাত্র পাঁচ জন। তাঁরা চিরদিনের জন্য নিজেদের নাম খোদাই করে নিয়েছেন ইতিহাসের পাতায়। চলো, তাঁদের সঙ্গে পরিচিত হওয়া যাক।
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) - ৪০০
টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক ওয়স্ট ইন্ডিজের ব্রায়ান লারা। ২০০৪ সালে অ্যান্টিগুয়ায় ইংল্যান্ডের বিপক্ষে তিনি এক ইনিংসে করেছিলেন ৪০০ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ এক অমর সৃষ্টি। আর কোনো ব্যাটসম্যান এক ইনিংসে এমন কীর্তি দেখাতে পারেননি। তিনি অপরাজিত ৪০০ রান করেছিলেন। তাঁর সেই ম্যাচে ৪৩টি চার আর ৪টি ছক্কা ছিল। এই রেকর্ড ভাঙার সুযোগ এসেছিল মুলডারের। কিন্তু লারাকে সম্মান জানিয়ে তিনি সে রেকর্ড ভাঙেননি। বরং ৩৬৭ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছেন।
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) - ৪২৪ রান
সাঙ্গাকারার এই রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ। ২০১৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে কুমার সাঙ্গাকারা যে ব্যাটিং করেছিলেন, তা যেন এক শিল্পকর্ম। প্রথম ইনিংসে তাঁর ৩১৯ রান ছিল মানসিক দৃঢ়তার নিখুঁত সমন্বয়। দ্বিতীয় ইনিংসে করেন আরও ১০৫ রান। সে ম্যাচে তাঁর দৃষ্টিনন্দন ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিল। অবশ্য বাংলাদেশি ভক্তরা হয়তো সেই মহাকাব্যিক ইনিংসটি মনে রাখতে চাইবেন না।
মার্ক টেলর (অস্ট্রেলিয়া) - ৪২৬ রান
অস্ট্রেলিয়ান ক্রিকেটে দৃঢ়তার প্রতীক মার্ক টেলর। ১৯৯৮ সালে পেশওয়ারে পাকিস্তানের বিপক্ষে বাঁহাতি এই ব্যাটার খেলেছিলেন অনন্য দুটো ইনিংস। প্রথম ইনিংসে তিনি ৩৩৪ রান করার পর নিজেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন। কারণ, তিনি চাননি ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে ফেলতে। এই অবাক করা সিদ্ধান্তেই বুঝে নিতে পারো কেমন ছিল মার্ক টেলরের চরিত্র। এরপর দ্বিতীয় ইনিংসে টেলর করেন আরও ৯২ রান। তাই মোট ৪২৬ রান তাঁকে এই বিশেষ তালিকায় স্থান দিয়েছে। টেইলরের এই কীর্তি শুধু রান সংগ্রহ নয়, এটা ছিল সত্যিকারের স্পোর্টসম্যানশিপের উজ্জ্বল দৃষ্টান্ত।
সম্প্রতি দক্ষিন আফ্রিকা ও জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টে এমন এক নজির রেখেছেন উইয়ান মুলডার। তিনি এক ইনিংসে ৩৬৭ রান করে ইনিংস ঘোষণা করেন। কারণ, তিনি চাননি ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিতে। এরপর জিম্বাবুয়ে ইনিংস ব্যবধানে হেরে যাওয়ায় মুলডার আর ব্যাটিংয়ে নামতে পারেনি। চেষ্টা করলে হয়তো তিনিও নিজেকে এই তালিকায় রাখতে পারতেন!
শুভমান গিল (ভারত) - ৪৩০ রান
গ্রাহাম গুচের রেকর্ডটা প্রায় ভেঙেই দিয়েছিলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। এই তো চলতি মাসেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্টের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে গিল করেন ২৬৯ রান। দ্বিতীয় ইনিংসে করেন আরও ১৬১ রান। তাঁর এই ৪৩০ রান এশিয়ার যেকোনো ব্যাটসম্যানের চেয়ে এক ম্যাচে বেশি রান। বিশ্ব ক্রিকেটেই এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান ৪৩০। অবশ্য গিল যদি গ্রাহাম গুচের রেকর্ডটা ভেঙে দিতেন, তাহলে কিন্তু মন্দ হতো না। গুচ যে ৩৫ বছর আগে ভারতের বিপক্ষেই এই রেকর্ড করেছিলেন!
গ্রাহাম গুচ (ইংল্যান্ড) - ৪৫৬ রান
একটি টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান করার তালিকায় সবার ওপরে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার গ্রাহাম গুচ। তাঁর এই রেকর্ড আজও অক্ষত। ১৯৯০ সালের জুলাই মাসে লর্ডসে ঘটেছিল এই অবিশ্বাস্য ঘটনা। ইংল্যান্ডের গ্রাহাম গুচ ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছিলেন ৩৩৩ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও থামেননি তিনি। করেন আরও ১২৩ রান। ফলে এক ম্যাচে গ্রাহাম গুচের রান দাঁড়ায় ৪৫৬। আজও এই রান টপকে যাওয়া যেকোনো ব্যাটসম্যানের স্বপ্ন। আধুনিক টেস্ট ক্রিকেটে যেভাবে দ্রুত গতিতে রান তুলছেন ব্যাট্যাররা, হয়তো ভবিষ্যতে ভেঙে যেতে পারে এই রেকর্ডও।