খাদক একজন পেয়েছি

অলংকরণ: রাকিব রাজ্জাক

২০১৭ সাল, অষ্টম শ্রেণিতে কেবল পদার্পণ করেছি। (প্রথম দিন) শুরুটা ভালো হলেও শেষে (অষ্টম পিরিয়ডে) এসে বোকা বনে গেলাম। অষ্টম পিরিয়ড ছিল বিজ্ঞান, মল্লিক স্যারের। স্যার ক্লাসে এসে বিজ্ঞান বইটা হাতে নিয়েই প্রশ্ন করলেন সবাইকে, জীবের শ্রেণিবিন্যাস কেন করা হয়? সবাই সবার মতো যথারীতি উত্তর দিল। কেউ কেউ মুখস্থ (বই থেকে) উত্তরটাই দিল। স্যার হঠাৎ আমাকে দাঁড় করিয়ে বললেন, ‘তুমি সামনে এসে উত্তরটা একটু ভিন্নভাবে উপস্থাপন করো তো।’ আমার তো মাথায় হাত! সবার উত্তর সবাই দিয়েছে, আমি তো সেই একই উত্তর জানি। ভিন্নভাবে আবার কী বলব? কিন্তু হঠাৎ মাথায় বুদ্ধি এল যে আমরা তো খাওয়ার জন্যও জীবের শ্রেণিবিন্যাস করি। তো, এই উত্তরই বলে দিলাম। স্যারসহ সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। স্যার সবার সামনে আমার পিঠে চাপড় দিয়ে বললেন, ‘খাদক একজন পেয়েছি।’ কথাটা মনে পড়লে আজও খুব হাসি পায়। আমি আবার একটু মোটাসোটা কিনা!

লেখক: শিক্ষার্থী, জয়পাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, মানিকগঞ্জ

আরও পড়ুন