টাক্কু সারপ্রাইজ

অলংকরণ: রাকিব রাজ্জাক

জন্মদিন মানেই আনন্দ-ফুর্তি, সেলিব্রেশন। আর যদি দুজনের জন্মদিন এক হয়, তবে তো কথাই নেই। ৮ ফেব্রুয়ারি আমার ও আমার এক বন্ধু তূর্ণার জন্মদিন। একসঙ্গে বন্ধুরা মিলে আয়োজনের প্ল্যান। সবাই মিলে একত্রে ঘুরব, তাই আমি ভাবলাম একটু স্টাইল করে চুল কাটাব। তবে চুল কাটা আমার পছন্দ হলো না। তাই বাসায় এসে নিজেই হাতে তুলে নিলাম চিরুনি–কাঁচি। নিজের চুল নিজেই সাইজ করতে বসলাম। উল্টাপাল্টা গোড়া থেকে চুল কেটে দেখিয়ে দিলাম আমার কাঁচির কত ধার! মাথার এমন অবস্থা করলাম যে ন্যাড়া করা ছাড়া উপায় নেই। একেই বলে অল্পবিদ্যা ভয়ংকরী। বাধ্য হয়ে মাথা টাক করতে হলো, তা–ও এই বয়সে। বন্ধুরা তো সেই খেপাল। ভেবেছিলাম ভেড়ামার্কা চুলগুলো সাইজ করে সবাইকে চমকে দেব। তবে তূর্ণার জন্মদিনে এটি মজাদার সারপ্রাইজ ছিল। আমার দেওয়া ‘টাক্কু সারপ্রাইজ’!

লেখক: শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, ময়মনসিংহ

আরও পড়ুন