কবে আসছে স্ট্রেঞ্জার থিংসের শেষ সিজন
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ বিশ্বজুড়ে কোটি মানুষের মন জয় করে নিয়েছে। প্রতিটি সিজনই দর্শকদের ধরে রেখেছে টান টান উত্তেজনায়। সিরিজটির চতুর্থ সিজনের পর থেকেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে পঞ্চম সিজনের জন্য। ডেমোগরগনের (Demogorgon) রহস্য, এল (Eleven) ও তার বন্ধুদের অ্যাডভেঞ্চার, ১৯৮০-এর দশকের ইন্ডিয়ানার কাল্পনিক শহর হকিন্স—সবকিছু মিলে এই সিরিজ এক নতুন দুনিয়া তৈরি করেছে।
চতুর্থ সিজনের পর ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—কবে ফিরছে ‘স্ট্রেঞ্জার থিংস সিজন ফাইভ’? ১৫ জুলাই নেটফ্লিক্স প্রকাশ করেছে ‘স্ট্রেঞ্জার থিংস সিজন ফাইভ’–এর অফিশিয়াল টিজার। আর এর মাধ্যমেই অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। জানা গেছে কখন আসবে এই সিজন, যা হবে এই সিরিজের শেষ অধ্যায়।
২ মিনিট ৪৬ সেকেন্ডের টিজারে বলে দেওয়া হয়েছে ‘ফাইনাল চ্যাপ্টার’ আসছে নভেম্বরে। যদিও কোনো তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে প্রোডাকশনের কাজ শেষ হলেই যত তাড়াতাড়ি সম্ভব এটা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে নির্মাতাদের। আগের সিজনের সেই রক্ত হিম করা ক্লিপ হ্যাঙ্গারের পর থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন। এই ঘোষণা তাদের উত্তেজনা আরও বাড়িয়ে দিল।
নেটফ্লিক্সের অফিশিয়াল ফ্যান ওয়েবসাইট নেটফ্লিক্স টুডাম জানিয়েছে, ‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’-এর প্রিমিয়ার হবে নভেম্বরের ২৬ তারিখ। যেখানে প্রথম ভলিউমে ১ থেকে ৪ পর্ব আসবে। এরপর আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে আসবে দ্বিতীয় ভলিউমের ৫ থেকে ৭ পর্ব। আর ফাইনাল এপিসোড অর্থাৎ ৮ নম্বর পর্ব দেখা যাবে ৩১ ডিসেম্বর নিউইয়ার্স ইভে।
সিরিজের নির্মাতা প্রতিষ্ঠান ডাফার ব্রাদার্স বারবারই বলেছে, সিজন ফাইভ হতে চলেছে এই সিরিজের সবচেয়ে ভয়ানক অধ্যায়। চতুর্থ সিরিজ শেষে হকিন্স সিটি যেভাবে আপসাইড ডাউনের কবলে পড়ে লন্ডভন্ড হয়েছে, তাতে এই সিজনে একটা বিশাল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভক্তদের আশা, এই সিজনে এল (Eleven) আর তার গ্যাং হকিন্সকে আবার আগের রূপে ফেরাবে। তবে এখন সবাই বড় হয়ে গেছে। প্রতিটি চরিত্রের পরিণতি কী হবে, তা নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। পছন্দের চরিত্রগুলোর মধ্যে কে বেঁচে থাকবে আর কে মারা যাবে, তা দেখতে একেবারে মুখিয়ে আছে তারা।
হলিউডে লেখক ও অভিনেতাদের ধর্মঘটের জন্য পঞ্চম সিজনের প্রোডাকশনে বেশ কিছুদিন দেরি হয়েছিল। তবে ২০২৩ সালের শেষের দিকে ধর্মঘট শেষ হওয়ার পর শুটিং এখন চলছে দারুণ গতিতে। ডাফার ব্রাদার্স জানিয়েছে, তারা এমনভাবে সিরিজটি শেষ করতে চায় যা এর বিপুলসংখ্যক ভক্তকে সন্তুষ্ট করতে পারে। এমনকি অভিনেতারাও এই শেষ সিজনের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। এখন নভেম্বরের জন্য অপেক্ষায় সবাই।
সূত্র: নেটফ্লিক্স টুডাম, এবিসি নিউজ