ইংরেজি ভোকাবুলারি বাড়ানোর ৫ উপায়

নতুন ভাষা শেখার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোকাবুলারি বা শব্দভান্ডার তৈরি করা। যত বেশি শব্দ জানবে, তত ভালোভাবে নিজের ভাবনা, প্রয়োজন বা অনুভূতি অন্যের কাছে প্রকাশ করতে পারবে। শুধু বলার জন্য নয়, বোঝার জন্যও শব্দ জানা জরুরি। নতুন একটা শহরে গেলে যেমন পথঘাট থাকে অচেনা, শব্দভাণ্ডার ছাড়া ভাষাও তেমন। কথা বলতে গিয়ে নির্দিষ্ট শব্দ খুঁজে পাবে না। আসলে নতুন শব্দ শেখাটাই হলো ভাষার দক্ষতা বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। তাহলে কীভাবে দ্রুত নতুন শব্দ শেখা যায়? চলো, তেমন পাঁচটা মজার ও কার্যকরী টিপস জেনে নিই।

১. নতুন শব্দ লিখে রাখো

গবেষণায় দেখা গেছে, হাতে লেখার সময় আমাদের মস্তিষ্কের বিশেষ কিছু অংশ সক্রিয় হয়। তাই নতুন শব্দগুলো লিখে রাখা ভালো অভ্যাস। অনেকে শুধু দেখে বা শুনে শব্দ মনে রাখার চেষ্টা করে। কিন্তু লিখে রাখলে ওই শব্দটা স্মৃতিতে গভীরভাবে গেঁথে থাকবে। চাইলে ওই শব্দটার বাংলা অর্থও লিখে রাখতে পারো। আর ইংরেজিতে মোটামুটি দক্ষ হলে লিখে রাখতে পারো ছোট একটা সংজ্ঞাও। ইংরেজি শেখা নিয়ে বেশি আগ্রহী থাকলে উচ্চারণটাও নোট করে রাখতে পারো। দরকার হলে ছোট একটা ছবি এঁকে রাখ। মোদ্দা কথা, শব্দটির সঙ্গে যত বেশি যোগাযোগ থাকবে, ওটা তত ভালো মনে থাকবে।

আরও পড়ুন

২. নিয়মিত রিভিশন দাও

অনেকেই ভাবে, নতুন শব্দ একবার খাতায় কিখে রাখলেই শেখা শেষ! বাস্তবতা হলো, শেখা শব্দগুলো রিভিশন না দিলে কয়েক দিনের মধ্যেই ৭৫-৮০ ভাগ শব্দ ভুলে যাবে। এত পরিশ্রমের কোনো দাম থাকবে না। তবে এই সমস্যার সমাধান হলো, নতুন শব্দ শেখার কয়েক ঘণ্টা পর আবার একবার পড়া। পরেরদিন এরেকবার দেখে নাও। সপ্তাহের শেষে নতুন শেখা সবগুলো শব্দ একবার ঝালিয়ে নাও। ব্যাস, এবার দেখবে প্রায় শতভাগ শব্দই তোমার অনেকদিন মনে আছে। 

৩. ইংরেজিতে পড়ার অভ্যাস করো

ভাষা শেখার সবচেয়ে ভালো উপায় হলো সেই ভাষার পরিবেশে থাকা। সে জন্য অবশ্য বিদেশে গিয়ে থাকতে হবে না, নিজের জায়গায় থেকেই তেমন পরিবেশ তৈরি করা যায়। তাই বই পড়তে হবে ইংরেজিতে। গল্প পড়তে হবে। বিভিন্ন ওয়েবসাইট থেকেও পছন্দের লেখা পড়তে পারো। কারণ, গল্পের মধ্যে কোনো শব্দ পেলে সেটা অনেক বেশি মনে থাকে। তালিকা করে শব্দ মুখস্থ করার চেয়ে গল্পের মধ্যে পড়লে তা মাথায় সেট হয়ে যায়। এভাবে শব্দভান্ডার বাড়ানো বেশি কার্যকর।

আরও পড়ুন

৪. বুঝে শব্দ শেখো

নতুন শব্দ মুখস্থ করার সময় শুধু অর্থ লিখে রাখলে না। কেমন করে বাক্যে শব্দটা বসে, তা বোঝাও জরুরি। শব্দটা কীভাবে ব্যবহৃত হয়, কোন প্রসঙ্গে বলা হয়, এসব বুঝতে পারলে সেই শব্দ মনে রাখা যায় সহজে। তুমি যদি লেখো ‘make up = বানিয়ে বলা’, তাহলে সেটা মনে রাখা কঠিন হবে। কিন্তু লেখো যদি ‘He’d totally made the story up!’, তাহলে বুঝতে পারবে কে কী বানিয়েছে, কীভাবে বলেছে। আর বাক্যটা কীভাবে তৈরি হয়েছে, তাও একসঙ্গে রপ্ত করতে পারবে। 

ছবি: স্বপ্ন নিয়ে

৫. ব্যবহার না করলে ভুলে যাবে

একটা কথা মাথায় রাখো—‘Use it or lose it!’ মানে তুমি যদি নতুন শেখা শব্দ ব্যবহার না করো, তাহলে সেটা মনে থাকবে না। তাই যত তাড়াতাড়ি পারো, নতুন শেখা শব্দগুলো ব্যবহার করো। সে জন্য ওসব শব্দ ব্যবহার করে কথা বলো। ইংরেজিতে কিছু লেখার সময় নতুন শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করো। খেয়াল করলে দেখবে, ইংরেজিতে কথা বলতে বা লিখতে হলে একই ধরনের কিছু শব্দ বারবার ব্যবহার করতে হয়। তাই যে শব্দগুলো বেশি দরকার হয়, সেগুলো বেশি অনুশীলন করো। গবেষকেরা বলেছেন, কোনো শব্দ মনে রাখার জন্য গড়ে দশবার দেখতে বা শুনতে হয়। কিন্তু তুমি যদি সচেতনভাবে নিজে ওই শব্দ ব্যবহারের চেষ্টা করো, তাহলে অনেক দ্রুত শিখতে পারবে। তাই ওপরের চারটা পয়েন্ট মেনেও যদি শেষটা না মানো, তাহলে কিন্তু শব্দভান্ডার বাড়বে না। যত শিখিবে ততই ভুলিবে! সুতরাং, এখন থেকে নিজের শব্দভাণ্ডার বাড়িয়ে নাও। অন্যদের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। শুরুতে কারো সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দবোধ না করলে এআইয়ের সাহায্য নিতে পারো। কথা বলতে পারো একটা চ্যাটবটের সঙ্গে। মনে রাখতে হবে, শব্দভান্ডার বাড়ানো একদিনের কাজ নয়। ধৈর্য এবং নিয়মিত চর্চার মাধ্যমে দক্ষ হতে হবে।

সূত্র: ব্রিটিশ কাউন্সিল ডটঅর্গ

আরও পড়ুন
আরও পড়ুন