কিশোর আলোর আগস্ট সংখ্যা এখন বাজারে, কী আছে এই সংখ্যায়

মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর পেরিয়ে গেছে ১৫ দিন। এতগুলো দিন পেরিয়ে গেলেও শোকের মাত্রাটা কমেনি। যারা সহপাঠী, বন্ধু বা প্রিয় শিক্ষককে হারিয়েছে, তাদের মনটা এখনও ভারী হয়ে আছে। সবাই মন ভালো করার চেষ্টা করছে। স্বাভাবিক দিনে ফিরে আসার চেষ্টা চলছে স্কুলে। তাই ৬ আগস্ট থেকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে পাঠদান।

কিশোর আলোর আগস্ট সংখ্যার প্রচ্ছদ রচনা মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনা নিয়ে। প্রচ্ছদ করেছেন আরাফাত করিম। প্রচ্ছদে লেখা আছে, ‘একদিন ছুটি হবে’। প্রচ্ছদ রচনা লিখেছেন সুজন সুপান্থ এবং রাজীব হাসান। 'ওরা ভাসছিল কাগজের প্লেনের স্বপ্নে' এবং 'আজ আমাদের ছুটি...'। লেখা দুটি পড়ে তোমাদের মন খারাপ হবে। এর মাধ্যমে তোমরা মাইলস্টোন স্কুলের সেই বিশেষ ঘটনা নিয়ে লেখকের অনুভূতি, শিক্ষকদের আত্মত্যাগের গল্প জানতে পারবে।

আরও পড়ুন

গল্পপ্রেমীদের জন্য এ সংখ্যায় আছে দারুণ কিছু গল্প। শিবব্রত বর্মনের 'মল্লিকদের বাড়ি', নাবিল মুহতাসিমের 'পাতালপুরী' এবং আদনান মুকিতের 'আমাদের অদ্ভুত ফ্যামিলি'—এই তিনটি ভিন্ন স্বাদের গল্প। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো, তাদের জন্য আছে ইসমাইল আরমানের ধারাবাহিক উপন্যাস 'অয়ন-জিমি: অভ্রভেদী'-এর পঞ্চম পর্ব।

এছাড়াও এই সংখ্যায় থাকছে রোমেন রায়হানের 'আমাদের আর পড়াশোনা নেই' এবং আহমেদ সাব্বিরের 'আইডি কার্ডে ছবিটা নেই!' নামে দুইটি ছড়া। মাইলস্টোন স্কুলের ঘটনা নিয়ে এই ছড়া।

আরও পড়ুন

ফিচার অংশে আছে আবদুল গাফফার রনির 'বৃষ্টিভেজা কৈশোর'। কিশোর বয়সে তাঁর নিজের এলাকা ঝিনাইদহে কেমন বৃষ্টি পড়তো, কেমন ছিল বৃষ্টির দিনে তাঁর দুরন্ত কৈশোরের অভিজ্ঞতা, জানতে পারবে। নিজেকে জানো বিভাগ এই সংখ্যায় থাকছে। আহমাদ মুদ্দাসসেরের লিখেছেন 'তুমি কতটা পরিশ্রমী'। এই লেখা থেকে হিসেব করে বের করে ফেলতে পারবে তুমি কি পরিশ্রমী কি না। এ ছাড়া সুজন সুপান্থের 'পৃথিবীর মতো আরেকটা পৃথিবী!' লেখাটাও দারুণ।

আরও পড়ুন

খেলার পাতায় টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে লিখেছেন মৃণাল সাহা এবং নারী ফুটবলারদের লড়াই নিয়ে লিখেছেন বদিউজ্জামান মিলন। গেমসের পাতায় আসহাবিল ইয়ামিনের 'যেভাবে গড়ে উঠেছে মাইনক্রাফট জেনারেশন' লেখাটিও বেশ আকর্ষণীয়।

বরাবরের মতো এই সংখ্যায় থাকছে ধারাবাহিক কমিকস 'জাদুশিলা রহস্য' এবং 'অ্যাডভেঞ্চার অব ইলু বিলু'। এ ছাড়া থাকছে তানভীর আহমেদের 'দেখা' এবং বাসব রায়ের 'তাতা'। সব মিলিয়ে কিশোর আলোর এই সংখ্যাটি তোমার মনকে নাড়িয়ে দিবে। তোমার কপি সংগ্রহ করতে আজই হকার আংকেলের সঙ্গে যোগাযোগ করো। খুঁজে বের করো তোমার পাশের বই বা পত্রিকার দোকান। অনলাইনে প্রথমা প্রকাশনী থেকেও অর্ডার করতে পারো।

আরও পড়ুন