এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন চলছে, যেভাবে আবেদন করবে
এ বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ১০ জুলাই। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে কম ফলাফল হিসেবে ধরা হচ্ছে। গড় পাসের হার যেমন কমেছে, তেমনি জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও আগের তুলনায় অনেকটা কম। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় গড় পাসের হার হয়েছে ৬৮ দশমিক শূন্য ৪ শতাংশ, যেখানে গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে প্রায় ৩৯ হাজার।
এমন ফলাফলে অনেকেই চমকে গেছে, অনেকে হতাশ হয়েছে। কেউ কেউ হয়তো মনে করছে, উত্তরপত্র ঠিকমতো মূল্যায়ন হয়নি, কোথাও ভুল হয়েছে। তাদের জন্যই রয়েছে ফল পুনঃনিরীক্ষণের সুযোগ। বরাবরের মতো এবারও ফল প্রকাশের পরদিন থেকেই পুনঃনিরীক্ষার আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুলাই পর্যন্ত।
তবে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার—ফল পুনঃনিরীক্ষণ মানে উত্তরপত্র আবার নতুন করে দেখা নয়। মানে, নতুন করে খাতা দেখা বা পরীক্ষকের নম্বর বদলে ফেলা হয় না। বরং নম্বর যোগ–বিয়োগে কোনো ভুল আছে কি না, কিংবা কোনো প্রশ্নে নম্বর দেওয়া হয়নি, এমন বিষয়ই শুধু যাচাই করা হয়। কেবল নম্বর গণনার ভুল হলে শুধি তা সংশোধন করা হয়।
এই আবেদন করা যাবে কেবল টেলিটকের প্রি–পেইড সিম ব্যবহার করে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: RSC, তারপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর, তারপর বিষয় কোড। সবকিছু লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন ধরো, তুমি ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থী, রোল নম্বর ১২৩৪৫৬ এবং গণিত (বিষয় কোড ১০৯)–এর পুনঃনিরীক্ষণ চাও, তাহলে মেসেজটি হবে RSC Dha 123456 109।
এই মেসেজ পাঠানোর পর ফিরতি একটি মেসেজে জানিয়ে দেওয়া হবে কত টাকা কাটা হবে, সঙ্গে একটি পিন নম্বর দেওয়া হবে। যদি সম্মতি জানাও, তাহলে আবার একটি মেসেজ পাঠাতে হবে: RSC YES <পিন নম্বর> <যোগাযোগের জন্য আপনার একটি মোবাইল নম্বর>। এই মেসেজও পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন: RSC Dha 123456 101,109,127।
প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা করে। অর্থাৎ যদি একটি বিষয়ের দুটি পত্র থাকে, তাহলে দুই পত্র মিলিয়ে ফি হবে ৩০০ টাকা। আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই আবেদন করে ফেলতে পারো। ফলাফলে কোনো সন্দেহ থাকলে, এই পদ্ধতি অনুসরণ করা উচিত।