ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ ৩

অলংকরণ: রাকিব

দেশদ্রোহীর ফাঁসি হবে নয়তো হবে জেল
দামাল ছেলে বুক বরাবর তাক করা রাইফেল।
তবু ওরা পায় না তো ভয় ওরা তো নির্ভীক
টিয়ার গ্যাসের ধোঁয়ায় আকাশ আবছা চতুর্দিক।
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’—এ ন্যায্য দাবি মুখে
বাংলা মায়ের দামাল ছেলে সবাই দাঁড়ায় রুখে।

প্রতিবাদী কণ্ঠগুলো স্তব্ধ করে দিতে
দস্যুগুলো হঠাৎ গুলি চালায় অতর্কিতে
বুকের তাজা রক্ত ঢেলে আলোর পিদিম জ্বেলে—
এক–এক করে লুটিয়ে পড়ে সোনার টুকরো ছেলে।
পড়ল ঢলে সালাম–রফিক–বরকত ও জব্বার
হাসিমুখেই জীবন দিল নেই তুলনা তার।

দুপুর রোদে পিচঢালা পথ রক্তে হলো লাল
ফেব্রুয়ারির একুশ তারিখ আর বায়ান্ন সাল—
ইতিহাসের পাতায় এল দ্রোহের চিহ্ন এঁকে
বাংলা হলো রাষ্ট্রভাষা সেই সে সময় থেকে।
আমি কি ভুলিতে পারি? ও ভাই, আমি কি ভুলিতে পারি?
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’

চলবে...

আরও পড়ুন