গন্ধ নিয়ে এই তথ্যগুলো কি তুমি জানতে?

এআই দিয়ে তৈরি
গুবরে পোকা এমন একটি ফুলকে পরাগায়ন করে, যার গন্ধ মলের মতো।
ফুলের পাপড়িতে ভিড়েছে এক গুবরে পোকা। ছবিটি সম্প্রতি রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
মানুষের নাক প্রায় এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) গন্ধ চিনতে পারে।
এআই দিয়ে তৈরি
আরও পড়ুন
স্কাংক এমন এক ধরনের তীব্র গন্ধ তৈরি করে যে মানুষ এক মাইল দূর থেকেও তা টের পায়।
মানুষ জন্মের আগেই গন্ধ অনুভব করতে পারে।
এআই দিয়ে তৈরি
কাকোসমিয়া নামে সমস্যায় আক্রান্ত মানুষের কাছে সবকিছুর গন্ধই বিরক্তিকর লাগে। এমনকি সুন্দর ফুলের গন্ধও তাদের কাছে পচা মাছের মতো মনে হয়।
এআই দিয়ে তৈরি
আরও পড়ুন