ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হলো যেদিন

গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযানও চালাচ্ছেফাইল ছবি: রয়টার্স
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে অটোমান সাম্রাজ্যের কাছ থেকে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটিশদের অধীনে চলে যায়। ১৯২০ সালে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশরাজ ম্যান্ডেটরি প্যালেস্টাইনের শাসনভার গ্রহণ করে, যা চলে ১৯৪৮ সালের মে মাস পর্যন্ত। এটি ছিল জর্ডান নদীর পশ্চিমদিকের ভূখণ্ডে, যেখানে আজকের ইসরায়েল অবস্থিত।

১৯৪৮ সালের এই দিনে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের ঘটনা। ডেভিড বেন গুরিয়ন ও ইহুদি জনগণের কাউন্সিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এই ঘোষণার ফলে শুরু হয় প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ।

দলে দলে ইহুদিরা ইউরোপ ও অন্যান্য আরব দেশ থেকে ফিলিস্তিনে পাড়ি জমাতে শুরু করেন। এর আগে ব্রিটিশদের প্রত্যক্ষ মদদে অভিবাসী ইহুদিদের নিয়ে ১৯২১ সালেই গঠন করা হয়েছিল হাগানাহ নামের আধা সামরিক বাহিনী। এরপর আরও দুটি জায়নবাদী সংগঠন ইরগুন ও স্টার্ন গ্যাং গড়ে ওঠে পরে। ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সঙ্গে সঙ্গে হাগানাহ, ইরগুন ও স্টার্ন গ্যাং একীভূত হয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে রূপান্তরিত হয়।

আরও পড়ুন

১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যানডেট বা শাসন শেষ হলে বেন গুরিয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন। আর আল নাকবা বা মহাবিপর্যয় নেমে আসে ফিলিস্তিনিদের ওপর। নিজ ঘরবাড়ি ছেড়ে নিঃস্ব অবস্থায় রাতারাতি লাখ লাখ ফিলিস্তিনি প্রাণ রক্ষায় ছুটে পালাতে থাকেন। তাই ১৫ মে আল নাকবা (বিপর্যয়) দিবস হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন

১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র স্কাইল্যাব মহাকাশকেন্দ্র উৎক্ষেপণ করে। স্কাইল্যাব যুক্তরাষ্ট্রের উৎক্ষেপিত প্রথম মহাকাশকেন্দ্র। ১০০ টন ওজনের এই মহাকাশকেন্দ্র পৃথিবীর কক্ষপথে ১৯৭৩ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত প্রদক্ষিণ করেছে।

এ ছাড়া ১৯৮৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্ক জাকারবার্গ। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা তিনি।

আরও পড়ুন