শুভ মা দিবস, মা

এআই আর্ট

আমার কাছে আমার মা সমীরের মতো। হ্যাঁ, ঠিক পড়েছ, সমীর মানে বাতাস। বাতাস যেমন আমাদের চারপাশে সব সময় থাকে, নিঃশব্দে আমাদের শান্তি দেয়, ঠিক তেমনি মায়ের ভালোবাসা আমাদের সবসময় ঘিরে রাখে। আমার মা আমার কাছে সমীরের মতোই স্নিগ্ধ সুন্দর। মা-কে ব্যাখ্যা করার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি, তাই আমি চেষ্টাও করব না। শুধু ২-৩টি ছোট ঘটনা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব।

কাপড় কেনা

আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তখন আমরা নতুন বাসায় উঠলাম। ছোট একটি গেট-টুগেদারের আয়োজন করা হলো আমাদের বাসায়। আমি আর মা বাজারে কিছু জিনিসপত্র কিনতে গেলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ আমার একটা জামা খুব পছন্দ হলো। মা-কে বললাম। আম্মু তো মুখের ওপরেই বলে দিল, বাসায় অনেক জামা আছে, এখন নতুন জামা কিনতে হবে না। মন খারাপ হয়েছিল, কিন্তু মুখে কিছু বলিনি। পরের দিন দুপুরে দেখি আমার বিছানার ওপর একটা প্যাকেট। সেটা ছিল আমার পছন্দ করা সেই গোলাপি জামাটি। আনন্দে আত্মহারা হয়ে আমি মাকে ধন্যবাদ দিলাম। মা বলল, “এখন তো ধন্যবাদ বলছো, জামাটি যখন কিনে দিইনি, তখন তো মুখটা বাংলার পাঁচ এর মতো করে রেখেছিলে।” লজ্জা পেয়ে একটু হাসি দিয়ে ঘরে চলে এলাম।

বৃত্তি পাওয়ার দিন

বোর্ড পরীক্ষায় বৃত্তি পাওয়ার মতো এত মেধাবী ছাত্রী আমি নই। বৃত্তি পেয়েছিলাম আমার কলেজের ফাইনাল পরীক্ষায়। মাঠভর্তি মানুষের সামনে কলেজের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি আমার হাতে ৪৫০০ টাকার চেক তুলে দিলেন। মা-বাবা-ভাইয়া সবাই খুশিতে আত্মহারা। আমিও খুশি। বাড়ি ফিরে মা আমাকে নিয়ে বসল। খুব আবেগি হয়ে ধরা গলায় বলল, 'আমি আজ অনেক খুশি। আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। মাঠভর্তি লোকের সামনে আমার মেয়ে কৃতিত্ব অর্জন করেছে। দোয়া করি যেন আমার দুই সন্তান এভাবেই সব ক্ষেত্রে এগিয়ে যায়।' কথাগুলো তোমাদের কাছে শুনতে কেমন লাগছে, তা আমি বলতে পারব না। কিন্তু এই কথাগুলোর মূল্য আমার কাছে আমার বৃত্তির টাকা ও সম্মানের চেয়েও অনেক বেশি মূল্যবান।

মাকে সারাদিন কতশত কথা বলা হয়। মা, আমার পানির বোতল কোথায়? আমার বই কোথায়? আমার টেবিল গুছিয়ে রাখো, ইত্যাদি ইত্যাদি! কিন্তু যে কথাগুলো বলা হয় না, তা হলো, 'মা, তুমি তো আমার অনুপ্রেরণা। তোমার কাছ থেকে আমি প্রতিদিনই শিখি। ধৈর্য ধারণ এবং মানুষকে ভালোবাসার শিক্ষা তুমি আমায় দিয়েছ। অনেক ঝগড়া করলেও, মান-অভিমান করলেও তোমার মতো আমাকে কেউ বুঝে না, মা। অনেক ভালোবাসি তোমাকে, মা। শুভ মা দিবস, মা।'

মুসতাকা নওয়াজ অরিন

দ্বাদশ শ্রেণি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী

আরও পড়ুন