হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ করালেন বাংলাদেশের কার্টুনিস্ট মেহেদী হক ও নাসরীন সুলতানা মিতু
মেহেদী হক এবং নাসরীন সুলতানা মিতু বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট। দীর্ঘদিন ধরে কার্টুন, কমিকস আঁকছেন তাঁরা। দেশের বিভিন্ন জায়গায় কার্টুন-কমিকস নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন এই দুই শিল্পী। এবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজন কমসাইকনে ওয়ার্কশপ পরিচালনা করেছেন এই দুই কার্টুনিস্ট।
কমসাইকন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কমিউনিকেশন শেখার একটি প্ল্যাটফর্ম। বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে কয়েক বছর আগে যাত্রা শুরু করে কমসাইকন। দ্রুতই এই আয়োজন হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানের নানা শাখার গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা আসেন এই কর্মাশালায় অংশ নিতে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী এই কর্মশালায় থাকবে ক্রিয়েটিভ স্টোরিটেলিং নিয়ে একটি সেশন। এই সেশনেই বক্তব্য দেন মেহেদী হক ও নাসরীন সুলতানা মিতু।
প্রতিবছর জুলাই মাসে আয়োজিত হয় কর্মশালাটি। কমসাইকন আয়োজনের দায়িত্বে আছেন এমআইটি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, টরন্টো বিশ্ববিদ্যালয়ের ১৯ জন স্বেচ্ছাসেবক। প্রত্যেকেই পিএইচডি, মাস্টার্সের শিক্ষার্থী কিংবা পোস্ট ডক্টরাল ফেলো। এই শিক্ষার্থী-গবেষকদের ১০ জন কাজ করেন কমসাইকন প্রোগ্রাম কমিটির সদস্য হিসেবে। কর্মশালার বিষয় নির্ধারণ এবং নির্ধারিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগ্য প্রশিক্ষক খুঁজে বের করে প্রোগ্রাম কমিটি। এই কমিটিতে রয়েছেন বাংলাদেশের আবহাওয়াবিদ ও গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনিই প্রস্তাব করেন মেহেদী হক ও নাসরীন সুলতানা মিতুর নাম। পোর্টফোলিও যাচাই করে দুজনকে আমন্ত্রণ জানায় প্রোগ্রাম কমিটি।
কমিকস প্রকাশনা সংস্থা ঢাকা কমিকসের প্রতিষ্ঠাতা মেহেদী হক কার্টুন আঁকা শুরু করেন বাংলাদেশের জনপ্রিয় রম্য ম্যাগাজিন উন্মাদে। দেশের বিভিন্ন পত্রিকায় কার্টুন, কমিকস এঁকেছেন তিনি। এখন কাজ করছেন ইংরেজি দৈনিক নিউ এজে। পাশপাশি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্লিনা কলেজ অব আর্টসে মাস্টার্স করছেন কমিকস নিয়েই। কার্টুনে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে পেয়েছেন নারায়ণ দেবনাথ পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার। কিশোর আলোর নিয়মিত মুখ মেহেদী হক। প্রতি মাসে কিশোর আলোতে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে তাঁর কমিকস জাদুশিলা।
প্রতিবছর জুলাই মাসে আয়োজিত হয় কর্মশালাটি। কমসাইকন আয়োজনের দায়িত্বে আছেন এমআইটি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, টরন্টো বিশ্ববিদ্যালয়ের ১৯ জন স্বেচ্ছাসেবক।
নাসরীন সুলতানা মিতুর আঁকাআঁকি শুরু উন্মাদ ম্যাগাজিনের মাধ্যমেই। দেশের বিভিন্ন পত্রিকায় কার্টুন-কমিকস আঁকা মিতু বাংলাদেশের শিক্ষা ও কারিকুলাম নিয়ে কাজ করেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সঙ্গে মিলে কাজ করেছেন পাঠ্যবই এবং শিক্ষকদের প্রশিক্ষণ নির্দেশনা নিয়ে। তাঁর আরেকটি উদ্যোগ প্রজেক্ট টিকটালিক। পাঠ্যবইয়ের বাইরে শিশু-কিশোরদের কমিকসের মাধ্যমে বিজ্ঞানে সচেতন করতে কাজ করাই প্রজেক্ট টিকটালিকের উদ্দেশ্য। নাসরীন সুলতানা মিতুও কিশোর আলোর নিয়মিত মুখ। তাঁর আঁকা কমিকস নিয়মিত প্রকাশিত হয় কিশোর আলোতে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী এই কর্মশালায় ছিল ক্রিয়েটিভ স্টোরিটেলিং নিয়ে একটি সেশন। এই সেশনেই বক্তব্য দেন মেহেদী হক ও নাসরীন সুলতানা মিতু। কথা বলেন কমিকস নিয়ে। একই কর্মশালায় বিভিন্ন দেশের আরও ১৪ জন কার্টুনিস্ট বক্তব্য দেন। ১৩ জুলাই শুরু হওয়া এই কর্মশালাটি শেষ হচ্ছে ১৬ জুলাই।