ক্লাব বিশ্বকাপ ফাইনালের মঞ্চে কী হয়েছিল ট্রাম্পের সঙ্গে

ক্লাব বিশ্বকাপের পর্দা নেমেছে ১৪ জুলাই। পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতে নিল চেলসি। বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন উদযাপনে মাতবে চেলসি, তখনই দেখা গেল এক বিরল দৃশ্য। চেলসির সঙ্গে বিশ্বকাপ উদযাপনে যোগ দিয়েছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ক্লাব বিশ্বকাপের মতো বিশাল আয়োজন, তা-ও আবার মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প থাকবেন না, তা কি হয়? সাধারণত ফুটবল বিশ্বকাপের ফাইনালে রাষ্ট্রপ্রধানদের শিরোপা তুলে দিতে দেখা যায়। ক্লাব বিশ্বকাপও তো বিশ্বকাপ। তা-ও আবার প্রথমবারের মতো আয়োজন যুক্তরাষ্ট্রের। বিশ্বের সবচেয়ে দামি টুর্নামেন্টের শিরোপা তুলে দিতে তাই প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শিরোপা দিতে গিয়ে ট্রাম্পের আচরণ কৌতুকের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

নিয়ম অনুযায়ী মঞ্চে শিরোপা তুলে দিতে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে একে চ্যাম্পিয়ন ও রানার্স-আপের মেডেল বিতরণ করেছেন তাঁরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ তুলে দিয়েছেন কোল পালমারের হাতে।

পালমারের হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিচ্ছেন ট্রাম্প
ছবি: এএফপি

চেলসির গোলকিপার রবার্ট সানচেজ পেয়েছেন গোল্ডেন গ্লাভস। সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন পিএসজির দেসিরে দুয়ে আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া। প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মজার ব্যাপার ঘটল চেলসির হাতে শিরোপা তুলে দেওয়ার পর। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে শিরোপা তুলে দেন চেলসির অধিনায়র রিস জেমসের হাতে। সাধারণত শিরোপা তুলে দেওয়ার পর নিজে থেকেই চ্যাম্পিয়ন দলকে জায়গা ছেড়ে দেন প্রধান অতিথি। সে রীতি অনুযায়ী ফিফা প্রেসিডেন্ট নেমে গেলেও নামলেন না ডোনাল্ড ট্রাম্প। রিস জেমস তখনও অপেক্ষায়, ট্রাম্প নামলেই তুলে ধরবেন শিরোপা। কিন্তু নামার যেন কোনো ইচ্ছেই নেই ট্রাম্পের।

রবার্ট সানচেজের সঙ্গে ট্রাম্পের কথোপকথন
ছবি: এএফপি

গোলরক্ষক রবার্ট সানচেজ মনে হলো কিছুটা অধৈর্য হয়েই ট্রাম্পকে মনে করিয়ে দিলেন, আপনার বোধহয় এখন নেমে যাওয়ার কথা। কিন্তু ট্রাম্পও কম যান না। তিনিও বললেন, তোমাদের সঙ্গে উদ্‌যাপন করলে কোনো সমস্যা আছে?

স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট যখন উদ্‌যাপন করতে চাচ্ছেন, তখন আর না কেন? রিস জেমস উঁচিয়ে ধরলেন শিরোপা। ট্রাম্পও হয়ে রইলেন সেই ছবির অংশ। প্রথম ক্লাব বিশ্বকাপ শিরোপা উদ্‌যাপনের ডোনাল্ড ট্রাম্পও ইতিহাস হয়ে রইলেন। দেখে অবশ্য খুব একটা মন্দ লাগছিল না।

আরও পড়ুন
চেলসির বাঁধভাঙা উদ্‌যাপনে ট্রাম্পও খুশি
ছবি: এএফপি

কিছুক্ষণের মধ্যেই মঞ্চে ফিরে এলেন ইনফান্তিনো। ট্রাম্পের সঙ্গে কথা বলার ছলে তাঁকে সরিয়ে নিয়ে গেলেন পেছন খেলোয়াড়দের পেছনে। চেলসি খেলোয়াড়েরা মনোযোগ দেন উদযাপনে। ট্রাম্পও নেমে গেলেন মঞ্চ থেকে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাট্টা হলেও ট্রাম্প কিন্তু ফুটবলের নতুন ভক্ত নন। বহুদিন ধরে ফুটবলের অনুসারী তিনি। আয়োজন শেষে ছোট এক সাক্ষাৎকারে নিজের ফুটবল প্রেম নিয়ে কথা বলেন তিনি। মেসি-রোনালদো নয়, তাঁর চোখে সর্বকালের সেরা খেলোয়াড় পেলে। শেষ জীবনে যখন পেলে যুক্তরাষ্ট্রে খেলতে এসেছিলেন, তখন তাঁকে সরাসরি দেখেছন ট্রাম্প। সেই থেকে পেলেই তাঁর চোখে সর্বকালের সেরা।

সবকিছু ঠিক থাকলে ডোনাল্ড ট্রাম্পকে খুব দ্রুতই আবারও দেখা যাবে ফুটবলের মঞ্চে। আগামী জুন-জুলাইয়ে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর বসবে যুক্তরাষ্ট্রেই। উদ্‌বোধনী আর সমাপনী অনুষ্ঠান নিশ্চয়ই মিস করবেন না ট্রাম্প।

আরও পড়ুন