একই সভায় সম্রাট জাহাঙ্গীর ও স্টিফেন কিং

বইপ্রেমীরা আবারও গৃহবন্দী। তাই বলে থমকে যায়নি ঢাকা কিআ বুক ক্লাবের অনলাইন কার্যক্রম। ২০ এপ্রিল অনলাইনে অনুষ্ঠিত হয় এবারের সেশনের পঞ্চম সভা। তিনটি নির্ধারিত গল্পের আলোচনা দিয়ে শুরু হয় সভা। কিআ’র পাতায় প্রকাশিত ‘সম্রাট জাহাঙ্গীরের আশ্চর্য চিড়িয়াখানা’, ‘নিম্বাস’ এবং ‘বর্ষাযাপন’ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে স্টিফেন কিং-এর অনবদ্য লেখার ধরণ এবং অনুপ্রেরণা সম্পর্কে নতুন করে জেনেছে সদস্যরা।

সবার মাথায় যখন স্টিফেন কিং-এর গল্পের চরিত্রগুলো ঘুরছে, এমন সময় শুরু হয় টিম টাস্ক ‘ছবি থেকে গল্প’। মজার এই টাস্কটিতে সবগুলো টিমের জন্য চমক ছিল। বিস্ময়কে বিদায় জানিয়ে সবগুলো টিম নিজেদের কাজ শেষ করেছে। শেষমেশ ভোটের মাধ্যমে বিজয়ী হয় টিম ‘পারাপার’।

টাস্ক শেষে কিশোর আলোর এপ্রিল সংখ্যা কার কেমন লাগল, আলোচনা হয় তা নিয়ে। শেষদিকে হুমায়ূন আহমেদের লেখা জোছনা ও জননীর গল্পর পূর্বকথা পড়ে শোনায় সাবিলা সুহাইল।

কিশোর আলো বুক ক্লাবের কার্যক্রমের বিস্তারিত খবর পেতে চোখ রাখো www.kishoralo.com -এ। এ ছাড়া তোমার এলাকায় যদি কিআ বুক ক্লাবের কার্যক্রম চালু না থাকে, তাহলে বন্ধুরা মিলে ক্লাব গঠন করতে পারবে এই লিংক পূরণ করে।