ট্রাম্প কেন ক্লাব বিশ্বকাপের মেডেল নিজের পকেটে ঢুকিয়েছিলেন
ক্লাব বিশ্বকাপ ফাইনালের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্ব রাজনীতির কারণে এমনিতেই খবরের প্রথম পাতায় থাকেন ট্রাম্প। সেখানে যখনই যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে দামি টুর্নামেন্ট আর জনপ্রিয় খেলা, তখন তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনাটা একটু বেশিই। ফাইনাল শেষ হওয়ার দু-দিন পরও ট্রাম্পকে নিয়ে আলোচনার শেষ নেই। তবে এবারের আলোচনাটা ট্রাম্পের জন্য বেশ অস্বস্তিকর। আনন্দ-উদ্যাপন নয়, ট্রাম্পের ওপর এসেছে আরেক অভিযোগ--ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন মেডেল নিজেরে পকেটে ঢুকিয়েছেন তিনি!
ক্লাব বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে ১৪ জুলাই। চেলসি সমর্থকেরা এখনও ব্যস্ত তাদের উদ্যাপন নিয়ে। ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তে চেলসি খেলোয়াড়দের সঙ্গে ট্রাম্পের থেকে যাওয়া হাস্যরসের সৃষ্টি করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে। সে নিয়ে আলোচনা-সমালোচনা থেমে গিয়েছে দ্রুতই। কিন্তু আবারও ট্রাম্প আলোচনায় এসেছেন আরেকটি ভিডিও দিয়ে। ভিডিওতে দেখা যায় ক্লাব বিশ্বকাপের একটি মেডেল নিয়ে নিজের কোটের পকেটে পুরছেন ট্রাম্প।
চ্যাম্পিয়নশিপ মেডেল একমাত্র দলের খেলোয়াড় ও স্টাফ ছাড়া কারও পাওয়ার কথা নয়। আর সেটা যদি না জানিয়ে কেউ নিজের জন্য নিয়ে নেন, তাহলে তো কোনো কথাই নেই।
ভাইরাল হওয়া ক্লিপের ঘটনায় ফেরা যাক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি পুরস্কার তুলে দিচ্ছিলেন ট্রাম্প। এরা খেলোয়াড় থেকে শুরু করে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দিচ্ছিলেন ট্রাম্প। চেলসি খেলোয়াড় ও কোচিং স্টাফদের গলায় মেডেল পরিয়ে দেওয়া শেষেও ট্রাম্পের হাতের থেকে যায় একটি মেডেল। তখনই বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার জন্য ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানন্তিনো সামনে ডাকেন ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পও সে সময় এগিয়ে যান শিরোপা হস্তান্তর করতে। কিন্তু যেতে যেতে একটি চ্যাম্পিয়নশিপ মেডেল পেঁচিয়ে নিজের কোটের ভেতরে রেখে দেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে রীতিমতো হইচই শুরু করেছেন সকলে। কারণ, চ্যাম্পিয়নশিপ মেডেল একমাত্র দলের খেলোয়াড় ও স্টাফ ছাড়া কারও পাওয়ার কথা নয়। আর সেটা যদি না জানিয়ে কেউ নিজের জন্য নিয়ে নেন, তাহলে তো কোনো কথাই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ক্লিপ নিয়ে সবাই ব্যস্ত সমালোচনা করায়। কিন্তু কয়েক সেকেন্ডের রিলস আর কাটা ভিডিওতে তো আর সবকিছু বুঝে ফেলা সম্ভব না। ঘটনা তো আরও কিছু আছে।
ভিডিওর আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখা যায় পুরো দৃশ্য। চেলসি অধিনায়ক রিস জেমসের গলায় মেডেল পরিয়ে দেওয়ার পর ফিফা প্রেসিডেন্ট এগিয়ে যান ট্রাম্পের দিকে। ট্রাম্পের জন্য আগে থেকেই তৈরি করা ছিল একটি মেডেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তা আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা ছিল ট্রাম্পের হাতে। কিন্তু ম্যাচে হাতাহাতি, আয়োজনে সময় স্বল্পতা ও নানাবিধ কারণে তা সম্ভব হয়নি। ফলে রিস জেমস চলে যাওয়ার পরপরই মেডেলটি হস্তান্তর করেন ইনফানন্তিনো। এরপরই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইঙ্গিত দেন শিরোপা তুলে দেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প সেই মেডেল পেঁচিয়ে রেখে দেন নিজের কোটের পকেটে। অতঃপর এগিয়ে যান শিরোপার দিকে।
চ্যাম্পিয়নশিপ মেডেল নয়, বরং ট্রাম্পের জন্য বানানো আলাদা একটি মেডেল। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা ছিল ট্রাম্পের হাতে। কিন্তু সময় স্বল্পতায় সেটি সম্ভব হয়নি।
দ্য অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী ফিফা প্রেসিডেন্ট আলাদা করে মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি মেডেল বানিয়েছেন। যা চ্যাম্পিয়নশিপ মেডেল নয়, বরং ট্রাম্পের জন্য বানানো আলাদা একটি মেডেল। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা ছিল ট্রাম্পের হাতে। কিন্তু সময় স্বল্পতায় সেটি সম্ভব হয়নি। যে কারণে খানিকটা আড়ালেই সেই মেডেল পৌঁছে দেওয়া হয়েছে ট্রাম্পের হাতে।
ট্রাম্পের এই ভাইরাল ভিডিও যেন আরেকটি শিক্ষা হয়ে রইল সকলের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখবে, যা শুনবে, সেটাই বিশ্বাস করবে না। বরং যাচাই করে দেখবে সত্যি কোনটা। নইলে যে কোন সময় তোমার জন্য বানানো উপহার নিয়েই উঠতে পারে চুরির অভিযোগ! সেটা তুমি যতই বড় মানুষ হও না কেন।