স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের এ টু জেড : পঞ্চম পর্ব

স্ক্র্যাচ ব্যবহার করার বিভিন্ন পদ্ধতির মধ্যে সবথেকে সহজ ও জনপ্রিয় হলো স্ক্র্যাচ ওয়েবসাইট। গুগল, বিং অথবা অন্য যে কোন সার্চ ইঞ্জিনে বাংলা বা ইংরেজিতে স্ক্র্যাচ প্রোগ্রামিং লিখে অনুসন্ধান করলে প্রথমেই স্ক্র্যাচ ওয়েবসাইটটি দেখা যাবে। এছাড়া যে কোন ওয়েব ব্রাউজার থেকে সরাসরি https://scratch.mit.edu লিখেও স্ক্র্যাচ ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

প্রথমেই আমারা স্ক্র্যাচ ওয়েবসাইটের বিভিন্ন অংশগুলোর সঙ্গে পরিচিত হব। এরপর আমরা প্রোগ্রামিং শুরু করব।

ওপরের মূল মেনু

স্ক্র্যাচ ওয়েবসাইট আর ১০টা সাধারণ ওয়েবসাইটের মতই। কম্পিউটার অথবা মোবাইল এই ওয়েবসাইটের শুরুর অংশটি পরিচিত অন্যান্য ওয়েবসাইটের মতই মনে হবে। এই ওয়েবসাইটের একেবারে ওপরে রয়েছে মূল মেনু।

ওপরের স্ক্রিনশটে একেবারে বামের হলুদ রঙে স্ক্র্যাচের লোগো দেখা যাচ্ছে। এরপর প্রয়োজনীয় কয়েকটি পাতার লিংক পর্যায়ক্রমে দেখা যাচ্ছে। Create বাটনে ক্লিক করলে স্ক্র্যাচ এডিটর বা স্ক্র্যাচ কোড লেখার পাতাটি ওপেন হবে। পরের মেনু বাটনগুলোতে ক্লিক করে অন্যান্য স্ক্র্যাচ ব্যবহারকারীদের তৈরি করা বিভিন্ন প্রজেক্ট, নতুন নতুন প্রজেক্ট তৈরীর আইডিয়া এবং স্ক্র্যাচ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মাঝের অংশে থাকা Search অপশনটি ব্যবহার করে এই ওয়েবসাইটে থাকা বিভিন্ন তথ্য অনুসন্ধান করা যাবে।

আর একেবাবে শেষের বাটনগুলোর একটি হলো স্ক্র্যাচ ওয়েবসাইটে নিবন্ধন করার লিংক এবং আগেই নিবন্ধন করা থাকলে Sign In বাটনে ক্লিক করতে হবে।

মোবাইল বা ট্যাব থেকে এই ওয়েবসাইটটি দেখার সময় কম্পিউটারে দেখা লেআউটের থেকে কিছুটা আলাদা  মনে হতে পারে।

ওয়েবসাইটের অন্যান্য অংশসমূহ

মূল মেনুর পরে ওয়েব সাইটের বিভিন্ন তথ্য দেখা যাবে। বিভিন্ন পাতার এই অংশে আলাদা আলাদা তথ্য দেখা যাবে। প্রথম পাতায় Start Crating এবং  Join বাটনগুলো উপরের মূল মেনুতেও আছে। তবে কোড এডিটর চালু করার জন্য Start Crating এবং নিবন্ধন করার Join বাটনগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বলেই পুনরায় এই অংশে দেখানো হয়েছে।

এছাড়াও ওয়েবসাইটের ওপরের অংশের ডানে স্ক্র্যাচ নিয়ে তৈরি একটি ভিডিও রয়েছে।

ওয়েবসাইটের নিচের অংশে বিভিন্ন স্ক্র্যাচ ব্যবহারকরীদের তৈরি করা বর্তমান সময়ে আলোচিত এবং বিশেষ বিশেষ প্রজেক্টগুলো তালিকা হিসাবে দেখানো হয়েছে। এই অংশের প্রজেক্টগুলোতে ক্লিক করে সেগুলো চালিয়ে দেখা যাবে এবং প্রজেক্টে কিভাবে কোডগুলো ব্যবহার করা হয়েছে সেটাই জানা যাবে।

ওয়েবসাইটের একেবারে নিচের অংশে স্ক্র্যাচ, বিভিন্ন প্রসঙ্গিক লিংক এবং স্ক্র্যাচ সংক্রান্ত বিভিন্ন তথ্যের লিংকগুলো রয়েছে।

বাংলায় স্ক্র্যাচ ব্যবহার

স্ক্র্যাচ বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে এবং প্রায় ৭০টির বেশি ভাষায় ব্যবহার করা হচ্ছে। ২০২১ সাল থেকে স্ক্র্যাচ বাংলা ভাষাতে ব্যবহার করা যাচ্ছে। এখন স্ক্র্যাচের মূল ওয়েবসাইট, অনলাইন এডিটর ছাড়াও অফলাইন ডেস্কটপ সংস্করণটিও বাংলায় ব্যবহার করার সুযোগ রয়েছে, যা বাংলা ভাষাভাষীদের জন্য শেখা ও ব্যবহার আরও সহজ করে তুলেছে।

ওয়েবসাইট থেকে ভাষা পরিবর্তনের পদ্ধতি

তুমি কি স্ক্র্যাচ বাংলায় ব্যবহার করতে চাও?

প্রথমে চলে যাও scratch.mit.edu ওয়েবসাইটে। তারপর মাউস দিয়ে নিচের দিকে স্ক্রল করে একদম নিচে চলে যাও। ওখানে একটা ছোট্ট ড্রপডাউন বোতাম দেখবে, যেটায় লেখা থাকবে Language বা ভাষা। এই বোতামে ক্লিক করো, সঙ্গে সঙ্গেই অনেক ভাষার একটা তালিকা খুলে যাবে!

এখন খুঁজে বের করো ‘বাংলা’ আর সেটায় ক্লিক করো। দেখবে পুরো স্ক্র্যাচ ওয়েবসাইটটা বাংলায় রূপান্তরিত হয়ে গেছে!

এডিটর থেকে ভাষায় পরিবর্তন

স্ক্র্যাচ ওয়েবসাইট মূলত দুটি ভাগে ভাগ করা — প্রথমটি হলো ওয়েবসাইটের সাধারণ অংশ, যেখানে স্ক্র্যাচ এবং এর সঙ্গে সম্পর্কিত নানা মজার তথ্য, টিউটোরিয়াল, প্রজেক্ট ও কমিউনিটি সম্পর্কে জানা যায়।

দ্বিতীয়টি হলো স্ক্র্যাচ এডিটর, যেখানে তুমি নিজে প্রোগ্রাম তৈরি করতে পারো, চরিত্র নড়াচড়া করাতে পারো, গল্প বানাতে পারো— এক কথায়, নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারো!

আগামী অনুচ্ছেদগুলোতে আমরা স্ক্র্যাচ এডিটরের ব্যবহার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। তবে তার আগে, এসো দেখে নিই কীভাবে স্ক্র্যাচ এডিটর থেকেও ভাষা পরিবর্তন করা যায়।

যখন স্ক্র্যাচ এডিটরটি পুরোপুরি লোড হয়ে যাবে, তখন ওপরের মেনুবারের বাম পাশে একটি গিয়ার আইকন দেখতে পাবে। সেটিতে ক্লিক করলেই Language এবং Color Mode সাবমেনু দেখা যাবে। এখানে Language মেনু থেকে স্ক্র্যাচ ব্যবহার করা যায় এমন সবগুলো ভাষার তালিকা দেখা যাবে। এই তালিকা থেকে বাংলা নির্বাচন করলেই স্ক্র্যাচের ভাষা সঙ্গে সঙ্গেই বদলে যাবে — শুধু এডিটর না, পুরো ওয়েবসাইটেই!

চলবে…

আরও পড়ুন